ওপ্পো এফ সিরিজের ফোনগুলি দুর্দান্ত ক্যামেরার জন্য বাজারে ব্যাপক জনপ্রিয়। তাই আপনি যদি ভালো ক্যামেরার কোনো ডিভাইস খুঁজে থাকেন তাহলে এই সিরিজের কোনো হ্যান্ডসেট বেছে নিতে পারেন। আর এই মুহূর্তে Oppo F27 5G কম দামে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের উপর ২৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট এই ফোনটি সস্তায় বিক্রি করছে। আসুন Oppo F27 5G কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
ওপ্পো এফ২৭ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ফ্লিপকার্টে ২৬,৯৯৯ টাকার পরিবর্তে ২০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আর এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে ২২,৯৯৯ টাকায়। এটি এমারেল্ড গ্রিন এবং অ্যাম্বার অরেঞ্জ কালারে এসেছে।
শুধু তাই নয়, ফ্লিপকার্ট ওপ্পো এফ২৭ ৫জি এর সাথে ১৫০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারটি যে কোনও ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে পাওয়া যাবে। এর সাথে এক্সচেঞ্জ অফারও রয়েছে। এটি নো কস্ট ইএমআই অফারেও কেনা যাবে।
ওপ্পো এফ২৭ ৫জি স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি Full HD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজোলিউশন ১০৮০ × ২৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, স্ক্রিন-টু-বডি রেশিও ৯২.২ শতাংশ এবং পিক ব্রাইটনেস ২১০০ নিটস। পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪.০ কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য Oppo F27 5G ডিভাইসের পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.