OPPO F29 Pro 5G ফোনে এল নতুন ColorOS 16 আপডেট, কী আছে নতুন?

Oppo স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন বছরের শুরুতেই ভালো খবর। সংস্থার জনপ্রিয় Oppo F29 Pro 5G ফোনে অবশেষে চলে এল ColorOS 16 স্টেবল আপডেট। এই নতুন কাস্টম স্কিনটি Android 16-এর উপর ভিত্তি করে তৈরি। আর এই আপডেটটি ভারতীয় ইউজারদের জন্য ৩০ ডিসেম্বর থেকে রোলআউট করা শুরু হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ColorOS 16 এর এই স্টেবল ভার্সনটির ফার্মওয়্যার নম্বর CPH2705_16.0.2.401(EX01)। এই আপডেটের সাইজ প্রায় ৩.৪৩ জিবি, তাই ওয়াই-ফাই ব্যবহার করে আপডেট ডাউনলোড ও ইনস্টল করা ভালো। আপাতত যারা ম্যানুয়ালি আবেদন করেছিলেন, তারাই এই আপডেট পাচ্ছেন। তবে ধীরে ধীরে সব Oppo F29 Pro 5G ইউজারের ফোনে এটি পৌঁছে যাবে।
আপনার ডিভাইসে এই আপডেট পাওয়ার জন্য আবেদন করতে Settings অপশন থেকে System & Update সেকশনে গিয়ে Software Update অপশনে ঢুকতে হবে। সেখান থেকে উপরের মেনুতে Beta Program নির্বাচন করে Release Candidate-এর জন্য Apply করলেই হবে। কিছুটা সময় লাগতে পারে, তবে আপডেট এলে ডাউনলোডের অপশন এখানে দেখতে পাবেন।
তবে এই আপডেট ইনস্টল করার আগে একটা বিষয় মাথায় রাখা দরকার। আপনার ফোনের ডেটার ব্যাকআপ নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে। আর আপডেটের পর প্রথম কয়েকদিন হ্যান্ডসেটটি একটু গরম হতে পারে, এছাড়া ব্যাটারি দ্রুত খরচ হতে পারে। এটা নতুন সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে স্বাভাবিক। কয়েকদিন ব্যবহার করার পর সবকিছু ঠিক হয়ে যাবে।
ফিচারের কথা বললে, Oppo F29 Pro 5G ডিভাইসে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ভিক্টাস ২ ব্যবহার করা হয়েছে। ফোনটি চলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেটে।
ক্যামেরার কথা বললে এই হ্যান্ডসেটের পিছনে ৫০ মেগাপিক্সেল OIS সাপোর্টেড প্রাইমারি ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত, যা 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা দেয়। এই স্মার্টফোনে ট্রিপল IP রেটিং (IP66, IP68, IP69), মিলিটারি-গ্রেড ড্রপ প্রোটেকশন এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

