Oppo F29 5G সিরিজ জল্পনার অবসান ঘটিয়ে এই মাসেই ভারতে আসছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Oppo F29 5G এবং Oppo F29 Pro 5G অর্ন্তভুক্ত থাকবে। সম্প্রতি অনলাইনে ফোনগুলির বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। আর আজ ভিভো লঞ্চের তারিখ ঘোষণা করেছে। পাশাপাশি ফিচার্স ও কালার অপশনগুলিও প্রকাশ করেছে। Oppo F29 5G সিরিজ টেকসই বিল্ড সহ আসবে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ বডি স্ট্রাকচার শক্তিশালী হবে।
কোম্পানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ওপ্পো এফ২৯ ৫জি ও এফ২৯ প্রো ৫জি ভারতে ২০ মার্চ, দুপুর ১২টায় লঞ্চ হবে। ফোনটি আমাজন, ফ্লিপকার্ট, এবং ওপ্পো ইন্ডিয়া ই-স্টোরে কেনার জন্য উপলব্ধ থাকবে। বেস মডেলটি গ্লেসিয়ার ব্লু এবং সলিড পার্পল রঙের পাওয়া যাবে, যেখানে প্রো ভেরিয়েন্ট গ্রানাইট ব্ল্যাক এবং মার্বেল হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে।
কোম্পানির দাবি, ওপ্পো এফ২৯ ৫জি ও এফ২৯ প্রো ৫জি ‘ড্যুরাবিলিটি চ্যাম্পিয়ন’। ফোন দুটি ৩৬০ ডিগ্রি আর্মার বডি ও মিলিটারি গ্রেড সার্টিফিকেশন অফার করে। ফোনগুলি ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৬, আইপি৬৮, ও আইপি৬৯ রেটিং পূরণ করে। এছাড়া, স্পঞ্জ বায়োনিক কুশনিং, রাইজড কর্নার ডিজাইন কভার, লেন্স প্রোটেকশন রিং ও অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় ইন্টারনাল ফ্রেম রয়েছে।
Oppo F29 5G সিরিজ ৭.২৫ মিমি স্লিম এবং ওজন হবে ১৮০ গ্রাম। এটি জলের নীচে ফটোগ্রাফি সমর্থন করবে। প্রো ভেরিয়েন্টে ৮০ ওয়াট SuperVOOC চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। F29 Pro 5G এর দাম ভারতে ২৫,০০০ টাকার মধ্যে হতে পারে। এটি ৮ জিবি + ১২৮ জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে। এতে MediaTek Dimensity 7300 প্রসেসর থাকার সম্ভাবনা।
Picture Credit – Tech Bharat
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.