Oppo F31 5G সিরিজ আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, ট্রিপল রিয়ার ক্যামেরা সহ থাকবে 7000mAh ব্যাটারি

Oppo F31 সিরিজের লঞ্চের তারিখ অবশেষে সামনে এল। আগামী সপ্তাহে Oppo F31 5G, F31 Pro 5G ও F31 Pro+ 5G স্মার্টফোন তিনটি এদেশে পা রাখবে। আজ Oppo India-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইসগুলির লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এদের প্রধান প্রধান স্পেসিফিকেশনও সামনে এসেছে। এছাড়া কোম্পানির তরফে সিরিজের বেস মডেলের AnTuTu বেঞ্চমার্ক স্কোরও শেয়ার করা হয়েছে। জানা গেছে এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

Oppo F31 সিরিজের ভারতে লঞ্চের তারিখ

আজ ওপ্পো ঘোষণা করেছে যে Oppo F31 সিরিজ ভারতে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২ টায় লঞ্চ হবে। এরজন্য কোনো ইভেন্টের আয়োজন করা হবে কিনা তা জানানো হয়নি। ফোনগুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি বিভিন্ন ই-কমার্স সাইট থেকে কেনা যাবে।

Oppo F31 সিরিজের ভারতে দাম (সম্ভাব্য)

টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, Oppo F31 5G এর দাম ভারতে ২০,০০০ টাকার কম রাখা হবে। আর Oppo F31 Pro 5G এবং Oppo F31 Pro+ 5G মডেল দুটি কিনতে যথাক্রমে ৩০,০০০ এবং ৩৫,০০০ টাকা খরচ করতে হবে। বেস মডেলটি ব্লু, গ্রীন এবং রেড কালার অপশনের সাথে আসতে পারে‌।

Oppo F31 সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার (প্রত্যাশিত)

আসন্ন ওপ্পো এফ৩১ সিরিজের ডেডিকেটেড মাইক্রোসাইট থেকে নিশ্চিত করা হয়েছে যে, মূল মডেলে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি AnTuTu বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ৮,৯০,০০০ এরও বেশি স্কোর করেছে।আর এই লাইনআপে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ সাপোর্ট সহ ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এই সিরিজে ৫,২১৯মিমি সুপারকুল ভিসি সিস্টেমও থাকবে।

মাইক্রোসাইট থেকে আরও জানা গেছে যে, Oppo F31 লাইনআপের ফোনগুলি ধুলো এবং জল প্রতিরোধের জন্য “আইপি৬৯ + আইপি৬৮ + আইপি৬৬” রেটিং সহ আসবে। আর এই সিরিজে “ড্যামেজ-প্রুফ” ৩৬০ ডিগ্রি আর্মার বডি থাকবে।

ফটোগ্রাফির জন্য Oppo F31 সিরিজে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট পাওয়া যাবে। এরমধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে।