এই তারিখে লঞ্চ হচ্ছে Oppo F31, Oppo F31 Pro ও Oppo F31 Pro+, দাম ও ফিচার ফাঁস

Oppo F31 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই সামনে এসেছে যে এই সিরিজের অধীনে শুরুতে Oppo F31, Oppo F31 Pro এবং Oppo F31 Pro+ মডেল তিনটি আসবে। আজ আবার এই স্মার্টফোনগুলির দাম সম্পর্কে ধারণা পাওয়া গেল। পাশাপাশি আসন্ন এই লাইনআপের লঞ্চের দিনও ফাঁস হয়েছে। এছাড়া এর ডিজাইন এবং কালার অপশনও জানা গেছে। ভারতে Oppo F31 সিরিজ মিড রেঞ্জে আসবে।

Oppo F31 সিরিজের ভারতে লঞ্চের তারিখ

৯১মোবাইলস তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, ওপ্পো এফ৩১ সিরিজ আগামী ১২ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে। অর্থাৎ আগামী সপ্তাহে এই সিরিজ এদেশে এন্ট্রি নিচ্ছে।

Oppo F31 সিরিজের ভারতে দাম

একটি X পোস্টে, টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে, ভারতে Oppo F31 এর দাম ২০,০০০ টাকার কম রাখা হবে। আর Oppo F31 Pro ও Oppo F31 Pro+ এর দাম যথাক্রমে ৩০,০০০ এবং ৩৫,০০০ টাকারও কম রাখা হবে।

Oppo F31 সিরিজের ডিজাইন ও ফিচার

টিপস্টার Oppo F31 সিরিজের ফোনগুলির ছবিও ফাঁস শেয়ার করেছেন। বেস মডেল অর্থাৎ Oppo F31 এর ব্যাক প্যানেলে উপরের বাম কোণে গোলাকার প্রান্ত সহ বর্গাকার ক্যামেরা মডিউল উপস্থিত থাকবে। এটি ব্লু, গ্রীন এবং রেড কালার অপশনে আসবে।

এদিকে, Oppo F31 Pro মডেলটিও বর্গাকার রিয়ার ক্যামেরা মডিউল সহ লঞ্চ হতে পারে। এটি গোল্ড এবং গ্রে কালার অপশনে পাওয়া যাবে। আর সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Oppo F31 Pro+ আসবে বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউলের সাথে। ডিভাইসটিকে ব্লু, পিঙ্ক এবং হোয়াইট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যেতে পারে।

টিপস্টার আরও যোগ করেছেন যে Oppo F31 সিরিজের ডিভাইসে ৭০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এগুলিতে ধুলো এবং জল প্রতিরোধী আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ রেটিং পাওয়া যাবে।

এর আগে জানা গিয়েছিল যে, এই সিরিজে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার Oppo F31 Pro+ হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া ডিভাইসগুলিতে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।