মোবাইল

বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন আনছে ওপ্পো, লঞ্চ ফেব্রুয়ারিতে

Published on:

oppo-find-n5-could-be-the-thinest-foldable-phone-with-titanium-build

Oppo Find N5 নিয়ে বর্তমানে উত্তেজনা তুঙ্গে। কারণ এই ফোল্ডেবল স্মার্টফোন ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে। ডিভাইসটিতে এমন কিছু প্রযুক্তি থাকবে বলে দাবি করা হয়েছে যেগুলি আগে কোনও ফোল্ডেবলে দেখা যায়নি। বিল্ড কোয়ালিটিতে বড় চমক থাকতে পারে। Oppo Find N5 তার স্লিক ডিজাইন এবং উন্নত ফিচার্সের সঙ্গে বাজারে সাড়া ফেলবে বলে মনে করছে স্মার্টফোন বিশেষজ্ঞরা।

Oppo Find N5 টাইটেনিয়াম বিল্ডের সঙ্গে আসবে

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ওপ্পো ফাইন্ড এন5 টাইটানিয়াম বিল্ডের সঙ্গে আসবে, যা একে টেকসই ও হালকা করে তুলবে। এই প্রিমিয়াম এলিমেন্ট ফোনটিকে যুগান্তকারী স্লিম বডি অর্জন করতে দেয়। এটি ভাঁজ করার সময় সময় 9.2 মিমি পাতলা হতে পারে, যা বর্তমান সবচেয়ে স্লিম ফোল্ডেবল, Honor Magic V3-কেও ছাড়িয়ে যায়।

WhatsApp Community Join Now

ফাইন্ড এন5 প্রথম ফোল্ডেবল ফোন হতে চলেছে যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর দ্বারা চালিত হবে। পাওয়ার ব্যাকআপের জন্য 6000 এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে। ওয়্যারলেস চার্জিং ও স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট নিয়ে আসার সম্ভাবনা। ফোনটি বেশ টেকসই হবে ফলে স্থায়িত্ব বাড়বে। ওপ্পো ফোনটিতে IPX5 ওয়াটারপ্রুফ রেটিং রাখতে পারে।

ফটোগ্রাফির কথা বললে, Find N5-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এর মধ্যে থাকা পেরিস্কোপ লেন্সটি হ্যাসেলব্ল্যাডের সঙ্গে যৌথ ভাবে তৈরি বলে শোনা যাচ্ছে। এছাড়া, ডিভাইসটির অভ্যন্তরীণ ফোল্ডেবল স্ক্রিন 2K রেজোলিউশন অফার করে বলে জানা গিয়েছে। আপাতত লঞ্চ হওয়ার জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন