Oppo ফের কামব্যাক করছে ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনের বাজারে। Find N3 Flip লঞ্চের এক বছরেরও বেশি সময় পর, ২০২৫ সালের শেষে আসতে পারে নতুন প্রজন্মের ফোল্ডেবল ফোন Find N5 Flip। আপনার মনে হতে পারে N4 কোথায় গেল, সেক্ষেত্রে জানিয়ে রাখি, চীনে ৪ নম্বরকে অশুভ মনে করা হয়, তাই Find N4 Flip নামটি এড়িয়ে যাওয়া হয়েছে।
সম্প্রতি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO)-এ Oppo-র একটি নতুন ফ্লিপ ফোনের পেটেন্ট ফাইলিং দেখা গেছে। এখানে থেকে বেশ কিছু রেন্ডার সামনে এসেছে, যা দেখে মনে হচ্ছে Oppo ডিজাইনে বড় কোনো পরিবর্তন না এনে, নয়া মডেলের ফিচারে আপগ্রেড আনবে। যদিও পেটেন্টে ‘Find N5 Flip’ নামটি উল্লেখ থাকতে দেখা যায়নি, তবে সময় ও ডিজাইন দেখে মনে হচ্ছে এটি আসন্ন মডেল হবে।
রেন্ডার অনুযায়ী, ওপ্পো ফাইন্ড এন৫ ফ্লিপ ফোনটির কভার স্ক্রিন আগের মতো আয়তাকার হবে, তবে ক্যামেরা সিস্টেমটিকে সরিয়ে ডান পাশে পিল-আকৃতির একটি মডিউলে রাখা হবে। এই নতুন লেআউটের ফলে কভার স্ক্রিনের আকার কিছুটা বড় হবে।
আর পিল মডিউলে পাওয়া যাবে তিনটি ক্যামেরা, যা ফটোগ্রাফির ক্ষেত্রে বড়সড় আপগ্রেডের ইঙ্গিত দেয়। ওপ্পো ফাইন্ড এন৫ ফ্লিপ বন্ধ অবস্থায় হিঞ্জের মধ্যে কোনো ফাঁক দেখা যায়নি, যা আগের মডেলে নজরে এসেছিল। ভিতরের ডিসপ্লেটি আগের মতোই রয়েছে, এবং অ্যালার্ট স্লাইডার-টিও থাকছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে Oppo ইতিমধ্যেই Find N5 বুই-স্টাইল ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে Find N5 Flip ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল ডিভাইস আলাদাভাবে বাজারে আসবে।
Photo Credit: xpertpick
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.