Oppo আজ তাদের চতুর্থ প্রজন্মের ফোল্ডেবল ফোন, Find N5 গ্লোবাল মার্কেটে লঞ্চ করল। এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করেছে। খোলার সময় ডিভাইসটির পুরুত্ব মাত্র ৪.২১ মিমি এবং ভাঁজ করার সময় ৮.৯৩ মিমি। এমন অবিশ্বাস্য স্লিম প্রোফাইলের পিছনে বড় ভূমিকা নিয়েছে টাইটানিয়াম ফ্লেক্সিয়ন হিঞ্জ। ফোনটিতে 3D প্রিন্টেড টাইটানিয়াম উইং প্যানেল এবং কার্বন ফাইবার উপাদানের মিশ্রণ রয়েছে যা ওজন কম রাখতে সাহায্য করেছে।
পাতলা এবং হালকা হওয়ার পাশাপাশি, Oppo Find N5 বিশ্বের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন যা IPX6, IPX8, এবং IPX9 জল প্রতিরোধী রেটিং অফার করে। ফোনের ফ্রেম টেকসই ৭০০০ সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যা মজবুতি ও স্থায়িত্ব আরও বাড়িয়ে তোলে। Honor Magic V3 (খোলা অবস্থায় ৪.৩৫ মিমি ও ভাঁজ করলে ৯,৩৬ মিমি) মডেলকে টপকে দুনিয়ার সবচেয়ে পাতলা বুক স্টাইলের ভাঁজযোগ্য ফোনের স্বীকৃতি পেয়েছে এটি।
Oppo Find N5: স্পেসিফিকেশন ও দাম
ওপ্পো ফাইন্ড এন৫ একটি ৬.৬২ ইঞ্চি ফুল-এইচডি+ অভ্যন্তরীণ ডিসপ্লে এবং ৮.১২ ইঞ্চি কভার স্ক্রিনের সঙ্গে এসেছে। উভয়ই অ্যামোলেড প্যানেল যা ১২০ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট অফার করে। এতে স্টাইলেস পেনেরও সাপোর্ট পাওয়া যাবে৷ স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট চালিত এই ফোন ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজে উপলব্ধ। ফোনে ৫,৬০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি রয়েছে যা ৮০ ওয়াট তারযুক্ত এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
ওপ্পো ফাইন্ড এন৫ ফোল্ডেবল ফোনটির হ্যাসেলব্লাড ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০ প্রধান সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ৬x অপটিক্যাল জুম এবং ৩০x ডিজিটাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। ভিতরের ও বাইরের স্ক্রিনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপলব্ধ।
ফোনটি বিভিন্ন AI বৈশিষ্ট্য সহ অ্যান্ড্রয়েড 15-এ চলে। এটি চারটি OS আপডেট ও পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাবে। OPPO Find N5-এর ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজের দাম ২,৪৯৯ সিঙ্গাপুর ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.৬২ লক্ষ টাকা। ফোনটি কবে ভারতে আসবে তা এখনও জানা যায়নি।