Oppo নতুন বছরের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে হাজির হতে চলেছে। Find N5 নামের সেই ফোল্ডিং ফোনটি ২০ ফেব্রুয়ারি লঞ্চ হবে বলে জানা গিয়েছে। আবার এটি Snapdragon 8 Elite প্রসেসর চালিত প্রথম ফোল্ডেবল ডিভাইস হবে বলে নিশ্চিত করা হয়েছে। আর এখন কোম্পানি ফোনটির প্রাইমারি ডিসপ্লের স্পেসিফিকেশন প্রকাশ করেছে। শুনলে অবাক হবেন, ওপ্পো একটি ফোল্ডেবল ফোন তৈরি করতে সক্ষম হয়েছে যা USB-C পোর্টের তুলনায় সামান্য পুরু।
ওপ্পো তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) অ্যাকাউন্টে টিজার ইমেজ পোস্টার প্রকাশ করেছে। প্রথম পোস্টারে Oppo Find N5 এর ভেতরের স্ক্রিনের আকার নিশ্চিত করা হয়েছে। স্ক্রিনটি খুললে ৮.১২ ইঞ্চি লম্বা ডিসপ্লে পাওয়া যাবে। আরেকটি টিজারে TUV Rheinland ক্রিজ ফ্রি সার্টিফিকেশন কনফার্ম করেছে কোম্পানি। এটি সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হবে বলেও আশা করা হচ্ছে।
শুনলে অবাক হবেন Find N5 এতটাই স্লিম বানাতে সক্ষম হয়েছে ওপ্পো যে এটি ইউএসবি-সি পোর্টের তুলনায় সামান্য পুরু। খোলার সময় থিকনেস থাকবে মাত্র ৪.২ মিমি। তবে গঠন পাতলা হলেও মজবুতির সাথে আপস হয়নি। এতে থ্রিডি পদ্ধতিতে প্রিন্টেড টাইটানিয়াম হিঞ্জ মেকানিজম রয়েছে। আবার জল প্রতিরোধের জন্য একাধিক IP রেটিং বর্তমান। এর মধ্যে IPX6, IPX8 এবং IPX9 অন্তর্ভুক্ত, যা একটি ফোল্ডেবল ফোনের জন্য প্রথম।
অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, ওপ্পোর এই ফোল্ডেবল বিশাল ৫৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, এদং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে অফার করতে চলেছে। ফোনটিতে Snapdragon 8 Elite চিপসেটের সাতটি কোরযুক্ত ভেরিয়েন্ট থাকতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.