নতুন বছর আসতেই লেটেস্ট প্রযুক্তি সঙ্গে ব্র্যান্ড নিউ ফোন বাজারে আনতে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিভিন্ন কোম্পানি। যাদের মধ্যে অন্যতম ওপ্পো৷ চাইনিজ সংস্থাটির পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন হিসাবে আসতে চলেছে OPPO Find N5। এটি একটি ফোল্ডেবল হ্যান্ডসেট যা একাধিক গ্লোবাল সার্টিফিকেশন ক্লিয়ার করেছে। ডিভাইসটি মালয়েশিয়ার SIRIM ডাটাবেস, ইন্দোনেশিয়ার SDPPI এবং ক্যামেরা FV-5 সার্টিফিকেশন প্ল্যাটফর্মে লিস্টেড হয়ে শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিচ্ছে।
ক্যামেরা এফভি-5 লিস্টিং অনুযায়ী, Oppo Find N5 অত্যাধুনিক ইমেজিং ক্ষমতা অফার করবে। ব্যাক প্যানেলে 12.6 মেগাপিক্সেল ক্যামেরা (পিক্সেল বাইনিং ধরে 50 মেগাপিক্সেল) ও ফ্রন্টে 7.1 মেগাপিক্সেল ক্যামেরা (পিক্সেল বাইনিং ধরে 28 মেগাপিক্সেল) থাকবে। উভয় ক্যামেরা ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে।
ফাইন্ড এন3 মডেলের সাফল্যের উপর ভিত্তি করে, ওপ্পো ফাইন্ড এন5 উল্লেখযোগ্য আপগ্রেড অফার করবে বলে আশা করা যায়। এতে খুব পাওয়ারফুল Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর থাকতে চলেছে। সফটওয়্যার হিসাবে Android 15 আগে থেকে ইনস্টলড থাকবে। প্রাইমারি এবং কভার ডিসপ্লের আকার 8 ইঞ্চি হতে পারে। এটি 2K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ফাইন্ড এন5 ফোল্ডেবলের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে 50 মেগাপিক্সেলের তিনটি লেন্স – ওয়াইড, আল্ট্রা-ওয়াইড, ও 3x অপটিক্যাল জুম সহ একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স। এছাড়া, মিলতে পারে 5,700 এমএএইচ ব্যাটারি, আল্ট্রা-ফ্ল্যাট ডিজাইন, 50W ওয়্যারলেস চার্জিং, 80W ওয়্যার্ড চার্জিং, IPX8 ওয়াটারপ্রুফ বডি, ইত্যাদি।