মোবাইল

Oppo Find N5 হবে সবচেয়ে সরু ফোল্ডেবল ফোন, থাকবে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড

Published on:

Oppo find n5 will be slimmest foldable smartphone with underwater photography mode

গত কয়েকবছর ধরে ফোল্ডেবল স্মার্টফোনে বিভিন্ন ধরনের নতুনত্ব দেখা যাচ্ছে। নজরকাড়া ডিজাইনের পাশাপাশি উদ্ভাবনী ফিচার এখন ডিভাইসগুলিতে দেওয়া হচ্ছে। চীনা ব্র্যান্ড Oppo শীঘ্রই লঞ্চ করতে চলেছে বিশ্বের প্রথম আইপি৬৯ রেটেড ফোল্ডেবল স্মার্টফোন Oppo Find N5। দাবি করা হচ্ছে, এই স্মার্টফোনের মাধ্যমে আন্ডারওয়াটার ফটোগ্রাফি করা যাবে।

অপ্পো-র তরফে আরও বলা হয়েছে, আসন্ন Oppo Find N5 ফোনে আইপিএক্স৬, আইপিএক্স৮ এবং আইপিএক্স৯ রেটিং সাপোর্ট করবে। ফোল্ডেবল ফোনে এই ধরনের ওয়াটারপ্রুফিং বৈশিষ্ট্য প্রথমবার দিচ্ছে অপ্পো। এর আগে ফাইন্ড এক্স৮ সিরিজ এবং রেনো ১৩ লাইনআপেও চমৎকার ওয়াটারপ্রুফিং সুবিধা দিয়েছিল সংস্থাটি।

WhatsApp Community Join Now

টাইটানিয়াম অ্যালয় দিয়ে তৈরি হিঞ্জ সিস্টেম

অপ্পো ফাইন্ড এন৫ ফোল্ডেবল ডিভাইসে পাওয়া যাবে থ্রিডি টাইটানিয়াম অ্যালয় হিঞ্জ সিস্টেম, যা শুধু আগের চেয়ে হালকাই নয়, আরও মজবুত। মজবুতির দিক থেকে ফোল্ডেবল ফোনের ক্ষেত্রেও নতুন বেঞ্চমার্ক তৈরি করছে অপ্পো। এছাড়া ইন্ডাস্ট্রির সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে নতুন ফোনটি আসবে। ফোল্ড করা হলে, এটি মাত্র ৯.২ মিমি পুরু হবে।

ডিভাইসটি সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে হাজির হয়েছে এবং এটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের ৭-কোর সংস্করণ দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এতে পাবেন ২কে রেজোলিউশন ওএলইডি ডিসপ্লে এবং দুর্দান্ত ট্রিপল ক্যামেরা সিস্টেম। এর মধ্যে থাকবে ৫০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর।

আশা করা হচ্ছে যে নতুন এই ফোল্ডেবল ফোনে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। বিশ্ব বাজারে এই ডিভাইসটি OnePlus Open 2 ব্র্যান্ডিংয়ের সাথে আসতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন