ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে Oppo Find X8s ও Find X8s Plus এর প্রি-অর্ডার। শীঘ্রই ডিভাইস দুটি চীনে লঞ্চ হবে। অফিসিয়াল ওয়েবসাইটে এদের জন্য একটি মাইক্রোসাইট বানানো হয়েছে। এই সাইট থেকেই এখন Oppo Find X8s ও Find X8s Plus এর কালার সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে। আসুন কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।
Oppo Find X8s ও Find X8s Plus এর কালার ও স্টোরেজ অপশন
ওপ্পো ফাইন্ড এক্স৮এস চারটি কালার অপশনে পাওয়া যাবে – চেরি ব্লুসম পিঙ্ক, মুনলাইট হোয়াইট, আইল্যান্ড ব্লু এবং স্টেরি ব্ল্যাক। আর ডিভাইসটি ১২ জিবি র্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
অন্যদিকে ওপ্পো ফাইন্ড এক্স৮এস প্লাস আসবে পার্পেল, মুনলাইট হোয়াইট, স্টেরি ব্ল্যাক কালারে আসবে। এটি চারটি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে – ১২ জিবি র্যাম+ ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ।
Oppo Find X8s ও Find X8s Plus এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো ফাইন্ড এক্স৮এস মডেলে ৬.৩২ ইঞ্চি ওলেড প্যানেল দেখা যাবে। আর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর ব্যবহার করা হবে। এতে ৫,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।
এতে আইপি৬৮ ও আইপি৬৯ ওয়াটারপ্রুফ রেটিং থাকবে। এটি ৭.৭৩মিমি পুরু হবে। অন্যদিকে Oppp Find X8s Plus ডিভাইসেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর থাকতে পারে।