ওপ্পো এপ্রিলে একজোড়া দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। নয়া মডেল দুটি হল Oppo Find X8s ও Find X8s। এগুলি মিডিয়াটেকের আসন্ন Dimensity 9400 Plus চিপসেটের প্রথম স্মার্টফোন হবে বলে গতকাল নিশ্চিত করেছে সংস্থা। আর এখন টিজার পোস্টারের মাধ্যমে Find X8s লাইনআপের সামনের অংশের ডিজাইন প্রকাশের সাথে, আরও স্পেসিফিকেশন প্রকাশ করেছে তারা।
Oppo Find X8s ফোনের স্পেসিফিকেশন
কোম্পানি তাদের অফিসিয়াল টিজার পোস্টের প্রথম ছবিতে Find X8s এর সামনের সুন্দর ডিজাইন প্রদর্শন করেছে। দেখা যাচ্ছে, এর কম্প্যাক্ট ৬.৩১ ইঞ্চি ডিসপ্লে চার পাশে অতি-পাতলা বেজেল দ্বারা বেষ্টিত। তবে, এখনও স্মার্টফোনটির পিছনের অংশের ছবি প্রকাশ হয়নি। ফোনটি আসন্ন Dimensty 9400+ চিপসেটের সাথে আসছে, যার ক্লক স্পিড ৩.৭৩ গিগাহার্টজ।
মিডিয়াটেকের এই নতুন প্রসেসরের পারফরম্যান্স ইতিমধ্যেই গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে লিস্টিংয়ের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ওপ্পো ফাইন্ড এক্স৮এস চারটি স্টোরেজ কনফিগারেশনে আসবে – ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ও ১৬ জিবি র্যাম + ১ টেরাবাইট অনবোর্ড স্টোরেজ।
ওপ্পো ফাইন্ড এক্স৮এস আইপি৬৮/৬৯ ওয়াটার রেজিট্যান্স অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,৭০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এটি ৮০ ওয়াট ওয়্যার্ড (তারযুক্ত) এবং ৫০ ওয়াট ওয়্যারলেস (তারহীন) চার্জিং সমর্থন করবে বলে আশা করা হচ্ছে। ফোনে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর কালারওএস ১৫ কাস্টম স্কিন থাকবে। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ হওয়ার কারণে, এতেও হ্যাসেলব্ল্যাড ক্যামেরা সিস্টেম থাকার সম্ভাবনা।
উল্লেখ্য, Oppo Find X8S-এর ক্যামেরার বিস্তারিত স্পেসিফিকেশন এখনও জানা যায়নি। তবে সূত্রের দাবি, এই ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেললের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেল Samsung JN5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। ডিভাইসটি চিনে ১০ই এপ্রিল লঞ্চ হবে।