Oppo Find X8s এর অফিসিয়াল ছবি প্রকশ্যে, আল্ট্রা থিন ডিজাইন সহ আর কি কি থাকবে

চলতি মাসেই বাজারে আসছে OPPO Find X8s। সংস্থার তরফে শীঘ্রই চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হচ্ছে এবং এই ইভেন্টে একাধিক ডিভাইসের উপর থেকে পর্দা সরানো হবে। সেগুলির মধ্যে একটি হবে OPPO Find X8s। তবে তার আগে এখন ব্র্যান্ডটি আসন্ন Find X8s স্মার্টফোনের কিছু লাইভ ছবি অনলাইনে শেয়ার করেছে, যা এর ডিজাইন প্রকাশ্যে এনেছে।
OPPO Find X8s এর ছবি সামনে এল
অপ্পোর এই নতুন লাইভ ছবিগুলিতে অপ্পো ফাইন্ড X8s কে ব্লু কালার ভ্যারিয়েন্টে দেখা গেছে। চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে বলা হয়েছে যে, আসন্ন ফাইন্ড X8s স্মার্টফোনটি হ্যান্ডি (179g) এবং আলট্রা-থিন বডি (7.73mm) সহ আসবে। ওয়েইবো পোস্টে এর অত্যন্ত পাতলা ডিজাইন (1.25mm) সম্পর্কেও আলোচনা করা হয়েছে।
এর আগে জানা গিয়েছিল যে আসন্ন অপ্পো ফাইন্ড X8s+ এবং ফাইন্ড X8 আলট্রা মডেলের তুলনায় ফাইন্ড X8s এর ক্যামেরা মডিউলে ভিন্ন ক্যামেরা লেন্স থাকবে। হ্যাসেলব্লাড ব্র্যান্ডেড ক্যামেরা মডিউলে চারটি গোলাকার ইউনিট রয়েছে, যার মধ্যে তিনটিতে ক্যামেরা থাকবে। এলইডি ফ্ল্যাশলাইট ক্যামেরা মডিউলের বাইরের দিকে অবস্থিত হবে।
OPPO Find X8s ফোনে থাকবে দুর্দান্ত ফিচার
সংস্থার টিজার থেকে আরও জানা গেছে যে অপ্পো ফাইন্ড X8s স্মার্টফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9400 প্লাস চিপসেট ব্যবহার করা হবে, এবং এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালরওস 15 কাস্টম স্কিনে চলবে। এতে 5700mAh গ্লেসিয়ার ব্যাটারি দেওয়া হতে পারে, যা 80W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আবার জল ও ধুলো প্রতিরোধ করতে এতে IP69/IP68 রেটিং থাকবে।
10 এপ্রিল গ্লোবাল ডেবিউ
লঞ্চের কথা বললে, অপ্পোর নতুন ফাইন্ড X8 সিরিজ, যেখানে ফাইন্ড X8s, ফাইন্ড X8s+ এবং ফাইন্ড X8 আলট্রা স্মার্টফোন মডেল অন্তর্ভুক্ত থাকবে, চীনে আগামী 10 এপ্রিল (পরের সপ্তাহে) লঞ্চ হবে।