অপ্পো তাদের Find সিরিজের অধীনে দুটি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X8s এবং Oppo Find X8s+ লঞ্চ করল। আপাতত ফোনদুটি চীনে লঞ্চ হলেও আশা করা হচ্ছে খুব শীঘ্রই ভারত সহ অন্যান্য বাজারেও পা রাখতে চলেছে। অত্যাধুনিক ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ক্যামেরা ফিচারের জন্য এই সিরিজ প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সাড়া ফেলবে বলেই আমাদের অনুমান। আসুন Oppo Find X8s এবং X8s+ এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
অপ্পো ফাইন্ড এক্স৮এস এবং এক্স৮এস প্লাস দুটি স্টোরেজ মডেলে এসেছে। এদের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪১৯৯ ইউয়ান (প্রায় ৪৯,২৯০ টাকা)। আবার ডিভাইস দুটি ১৬ জিবি পর্যন্ত র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে ৫,৪৯৯ ইউয়ান (প্রায় ৬৪,৭৬০ টাকা)
অপ্পো ফাইন্ড এক্স৮এস এবং এক্স৮এস প্লাস এখন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং ১৬ই এপ্রিল থেকে এদের বিক্রি শুরু হবে।
অপ্পো ফাইন্ড এক্স৮এস ফোনে পাওয়া যাবে ৬.৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, আর এতে রয়েছে বিশ্বের সবচেয়ে পাতলা বেজেল (মাত্র ১.২৫ মিমি)। মাত্র ৭.৭৩ মিমি পুরু এবং ৫৭০০ এমএএইচ ব্যাটারি সহ আসা সত্ত্বেও ডিভাইসটির ওজন মাত্র ১৭৯ গ্রাম। অন্যদিকে, এক্স৮এস প্লাস মডেলে আছে ৬.৫৯ ইঞ্চির বড় ডিসপ্লে এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি।
দু’টি স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। ফটোগ্রাফির জন্য উভয় মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। তবে টেলিফটো সেন্সরের ক্ষেত্রে দুটি ডিভাইসের সেন্সরে পার্থক্য নজরে পড়বে।
Oppo Find X8s এবং X8s+ জল ও ধুলো প্রতিরোধী IP68 এবং IP69 রেটিং সহ আসবে। এগুলিতে ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.