ওপ্পো ইতিমধ্যেই ঘোষণা করেছে যে আগামী ১৬ অক্টোবর তারা চীনে Oppo Find X9 এবং Find X9 Pro হ্যান্ডসেট দুটি লঞ্চ করবে। লঞ্চের আগে এই ডিভাইসগুলি প্রি-অর্ডারের জন্য ওপ্পোর সাইটে তালিকাভুক্ত হয়েছে। অফিসিয়াল লিস্টিংটি Oppo Find X9 সিরিজের দুটি মডেলেরই কনফিগারেশন এবং কালার অপশনগুলি প্রকাশ করেছে। এর পাশাপাশি কোম্পানি Oppo Find X9 সিরিজ কে গ্লোবাল মার্কেটে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে।
Oppo Find X9 এবং Oppo Find X9 Pro উভয় মডেলই ফ্রস্টি হোয়াইট, সিলভার টাইটানিয়াম এবং চেসিং লাইট রেন কালার অপশনে পাওয়া যাবে। এছাড়া, স্ট্যান্ডার্ড মডেলটি ফগ ব্ল্যাক নামে একটি অতিরিক্ত কালারঅপশনেও আসবে।
র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে, Oppo Find X9 সিরিজের উভয় স্মার্টফোনই ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজের মতো বিকল্পগুলিতে পাওয়া যাবে। আর, Oppo Find X9-এর একটি ১৬ জিবি + ২৫৬ জিবি অতিরিক্ত অপশনও থাকবে।
ডিজাইনের দিক থেকে, দুটি ফোনেরই আকর্ষণ একই রকম, রিয়ার প্যানেলে তিনটি ক্যামেরা আইল্যান্ড পাওয়া যাবে। পার্থক্য বলতে শুধু স্ট্যান্ডার্ড Find X9-এর ক্যামেরা মডিউলের ভিতরে একটি রিং এলইডি ফ্ল্যাশ থাকবে, আর প্রো মডেলে ক্যামেরা আইল্যান্ডের বাইরে পিল-আকৃতির এলইডি ফ্ল্যাশ দেখা যাবে।
Oppo Find X9 আকারে ছোট এবং এর ডিসপ্লে সাইজ হবে ৬.৫৯ ইঞ্চি। অন্যদিকে, Oppo Find X9 Pro মডেলে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে। উভয় ডিসপ্লেই ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। দুটি ফোনেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলে যথাক্রমে ৭,০২৫ এমএএইচ এবং ৭,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। উভয় মডেলে ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
ওপ্পো সম্প্রতি চীনে Oppo Find X9 সিরিজের প্রচারের জন্য টেবিল টেনিস অলিম্পিক এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সান ইয়িংশায়ের সাথে চুক্তি সই করেছে। ওপ্পো তাদের গ্লোবাল এক্স হ্যান্ডেলেও Oppo Find X9 সিরিজের কথা উল্লেখ না করে একই পোস্ট করেছে। তবে, এই এক্স পোস্টটি ইঙ্গিত দেয় যে সিরিজটি শীঘ্রই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে।
সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে যে, Oppo Find X9 সিরিজের গ্লোবাল লঞ্চ ইভেন্টটি ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে পারে। রিপোর্ট অনুযায়ী, ওপ্পো নভেম্বরে ভারতের জন্য একটি পৃথক লঞ্চ ইভেন্টের আয়োজনও করতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.