মোবাইল

Oppo Find X9 Pro ও Oppo Find X9 গ্লোবাল মার্কেটে সেরা ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল

মঙ্গলবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Oppo Find X9 Pro ও Find X9। এর আগে ১৬ অক্টোবর চীনে ফোন দুটির উপর থেকে পর্দা সরানো হয়েছিল। দুটি হ্যান্ডসেটেই পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট, ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজ। উভয় মডেলে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিন রয়েছে। এদিকে Find X9 Pro মডেলে আছে ৭,৫০০ এমএএইচ ব্যাটারি, যেখানে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে ৭,০২৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, Find X9 Pro ও Find X9 শীঘ্রই ভারতের বাজারেও পা রাখবে।

Oppo Find X9 সিরিজের দাম ও উপলব্ধতা

Oppo Find X9 Pro এর দাম শুরু হয়েছে ১,২৯৯ ইউরো (প্রায় ১,৩৪,০০০ টাকা) থেকে। এটি ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। আর Find X9 এর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেল কিনতে খরচ হবে ৯৯৯ ইউরো (প্রায় ১,০৩,০০০ টাকা)।

নতুন ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো ডিভাইসটি সিল্ক হোয়াইট এবং টাইটানিয়াম চারকোল কালার অপশনে পাওয়া যাবে। আর স্ট্যান্ডার্ড Oppo Find X9 স্পেস ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে এবং ভেলভেট রেড রঙে এসেছে। দুটি হ্যান্ডসেটই কোম্পানির অনলাইন স্টোর থেকে কেনা যাবে।

Oppo Find X9 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

Oppo Find X9 Pro অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালার ওএস ১৬ কালার স্কিনে চলে। এই ডিভাইসে পাঁচটি অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট আসবে। এতে ৬.৭৮ ইঞ্চি ১,২৭২×২,৭৭২ পিক্সেলের AMOLED ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত, অ্যাসপেক্ট রেশিও ২০:৯, সর্বোচ্চ ব্রাইটনেস ৩,৬০০ নিট এবং পিক্সেল ডেন্সিটি ৪৫০ পিপিআই। স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ দেওয়া হয়েছে। আর ধুলো এবং জল প্রতিরোধের জন্য এতে IP66 + IP68 + IP69 রেটিং মিরবে এবং এটি SGS ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফাইড।

পারফরম্যান্সের জন্য Oppo Find X9 Pro স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট। এটি এক্স-অ্যাক্সিস হ্যাপটিক মোটর সহ এসেছে। এতে ৩৬,৩৪৪.৪ বর্গ মিমি মোট ডিসপিসেশন এরিয়া সহ অ্যাডভান্সড ভ্যাপার চেম্বার কুলিং সলিউশন উপস্থিত।

ফটোগ্রাফির জন্য Oppo Find X9 Pro মডেলে Hasselblad টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১/১.২৮ ইঞ্চি সেন্সর, ২৩ মিমি ফোকাল লেন্থ এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL 5KJN5 আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সামনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল Samsung 5KJN5 সেলফি ক্যামেরা।

Oppo Find X9 Pro হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৭,৫০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, যা ৮০ ওয়াট SuperVOOC ওয়্যার্ড এবং ৫০ ওয়াট AirVOOC ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ক্যামেরা ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য মিলবে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Oppo Find X9 এর ফিচার ও স্পেসিফিকেশন

Oppo Find X9 মডেলটি ডুয়েল সিম সাপোর্ট সহ এসেছে। এতে একই চিপসেট, অপারেটিং সিস্টেম, আইপি রেটিং, ড্রপ প্রোটেকশন সার্টিফিকেশন এবং কানেক্টিভিটি অপশন পাওয়া যাবে। আবার এই ফোনে আছে ৬.৫৯-ইঞ্চি ১,২৫৬×২,৭৬০ পিক্সেল AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক্সেল ডেন্সিটি ৪৬০ পিপিআই এবং অ্যাসপেক্ট রেশিও ১৯.৮:৯। অন্যান্য স্ক্রিন ফিচার Find X9 Pro এর মতো।

এতে প্রো মডেলের মতো একই ওয়্যার্ড এবং ওয়্যারলেস চার্জিং স্পিড সহ ৭,০২৫ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি পাওয়া যাবে।

Tech Gup Desk

Recent Posts

Vivo X300 সিরিজের ফোন কিনলে বড় চমক, Zeiss টেলিফোটো এক্সটেন্ডার কিট সহ ভারতে আসছে

এই মাসের শুরুতে চীনে লঞ্চ হয়েছে Vivo X300 Pro এবং X300 স্মার্টফোন। এবার ডিভাইসগুলি ভারতেও…

18 hours ago

OnePlus 15 সেরা অ্যামোলেড ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল

সোমবার চীনে লঞ্চ হল OnePlus 15 স্মার্টফোন। হ্যান্ডসেটটি গত বছরের OnePlus 13 এর উত্তরসূরি হিসেবে…

2 days ago

OnePlus Ace 6 ফ্ল্যাগশিপ কিলার লঞ্চ হল, ডুয়েল রিয়ার ক্যামেরা সহ রয়েছে Snapdragon 8 Elite চিপ

সোমবার চীনে লঞ্চ হল OnePlus Ace 6 স্মার্টফোন। এটি OnePlus Ace 5 এর উত্তরসূরী হিসেবে…

2 days ago

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

3 days ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

3 days ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

3 days ago

This website uses cookies.