Oppo Find X9 সিরিজ বিশ্বের প্রথম ১ নিট আই প্রোটেকটিভ ডিসপ্লে সহ আসছে, লঞ্চ আগামী মাসে

Oppo Find X9 সিরিজ আগামী মাসে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। বিভিন্ন টিপস্টার ও সার্টিফিকেশন সাইটের দৌলতে ইতিমধ্যেই এই সিরিজের ডিভাইসগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। এছাড়া কোম্পানির তরফেও মাঝে মাঝে টিজার প্রকাশ করে আসন্ন স্মার্টফোনগুলির বিশেষত্ব সামনে আনা হচ্ছে। আজ আবার ব্র্যান্ডটি তাদের আপকামিং ফ্ল্যাগশিপ মডেলগুলির ডিসপ্লে সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন নিশ্চিত করল। Vivo X300 সিরিজের মতো Oppo Find X9 সিরিজেও ১ নিট আই-প্রোটেক্টিভ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে।

Oppo Find X9 সিরিজের ডিসপ্লে স্পেসিফিকেশন

নতুন টিজার থেকে সামনে এসেছে যে, Oppo Find X9 সিরিজে বিশ্বের প্রথম অল-সিনারিও ১ নিট আই-প্রোটেক্টিভ ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে কোম্পানির ইঞ্জিনিয়াররা ডেভেলপ করেছে। এতে ফ্লিকার-মুক্ত ৩৮৪০ হার্টজ ফ্রিকোয়েন্সি ডিমিং, লো ব্লু লাইট সার্টিফিকেশন, কাস্টম হোয়াইট পয়েন্ট, ডিফল্ট আই প্রোটেকশন কালার টেম্পারেচার সাপোর্ট করবে।

Oppo Find X9 সিরিজে ব্যবহার করা হবে ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর

ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজে প্রথমবার চিপ-লেভেল ডিসপ্লে ড্রাইভার সলিউশন থাকবে। পারফরম্যান্সের জন্য এতে কোম্পানির নিজস্ব P3 ডিসপ্লে চিপ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর ব্যবহার করা হবে। এই সিরিজে আমরা ২০০ মেগাপিক্সেল ডুয়েল টেলিস্কোপ ক্যামেরা পেতে পারি। এছাড়া হ্যান্ডসেটগুলি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক লেটেস্ট কালারওএস কাস্টম স্কিনে চলবে।

জানিয়ে রাখি, Oppo Find X9 সিরিজের অধীনে দুটি মডেল আসতে চলেছে – Find X9 এবং Find X9 Pro। ইতিমধ্যেই চীনে এদের প্রি-রিজার্ভেশন শুরু হয়েছে। যদিও কোম্পানির তরফে এদের লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। আশা করা যায়, চলতি মাসের শেষে এই সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করা হবে।