ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Oppo Find X9 Ultra সবাইকে পিছনে ফেলতে বাজারে আসছে

এক মাস আগেই বাজারে এসেছে Oppo Find X8 Ultra, এরই মধ্যে ফোনটির উত্তরসূরি Find X9 Ultra নিয়ে চর্চা শুরু হয়েছে। চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি স্মার্টফোনটির প্রোটোটাইপের ছবি শেয়ার করেছে। এই প্রোটোটাইপ দেখে বলা যায়, আসন্ন ডিভাইসে চমকপ্রদ ক্যামেরা ফিচার থাকবে। আর ফোনটি শক্তিশালী হার্ডওয়্যার অফার করবে।

রিপোর্ট অনুযায়ী, Oppo Find X9 Ultra মডেলে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে, এটি একটি বড় সেন্সর হবে। এছাড়া থাকবে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (যা ম্যাক্রো ফটোগ্রাফিতেও সক্ষম), এবং ৫০ মেগাপিক্সেল “সুপার পেরিস্কোপ” সেন্সর, যা ১০এক্স অপটিক্যাল জুম সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য Oppo Find X9 Ultra ফোনে SM8850 মডেল নম্বরের প্রসেসর ব্যবহার করা হবে, যা স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট হতে পারে। এর আগে শোনা গিয়েছিল যে Find X9, X9+, এবং X9 Pro মডেলগুলোতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর এবং এগুলো ২০২৫ সালের অক্টোবর মাসে লঞ্চ হবে। যেখানে X9 Ultra আসবে কিছুটা পরে, সম্ভবত ২০২৬ সালের শুরুতে।

ওপ্পো ফাইন্ড এক্স৯ আল্ট্রা মডেলে থাকবে ৬.৮২ ইঞ্চি ফ্ল্যাট OLED স্ক্রিন, যা 2K+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৬ কাস্টম স্কিনে চলবে।

যদিও ব্যাটারি এবং চার্জিং ক্ষমতা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি। তবে আশা করা যায়, আল্ট্রা মডেল হওয়ায় এতে বেশি ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে।