Vivo Y04s মাত্র ৭০০০ টাকায় ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৬০০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল

ভিভো বাজেট সেগমেন্টে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন Vivo Y04s লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে ৭,০০০ টাকার কাছাকাছি। এটি একটি এন্ট্রি-লেভেল 4G স্মার্টফোন। এতে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ইউনিসক প্রসেসর, ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটি দুটি কালার অপশনে এসেছে। আর Vivo Y04s আপাতত ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে।

Vivo Y04s এর দাম ও কালার অপশন

Vivo Y04s এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৩৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭,০০০ টাকার সমান। এটি ক্রিস্টাল পার্পেল ও জেড গ্রিন কালার অপশনে পাওয়া যাবে। অন্যান্য দেশে ফোনটি কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।

Vivo Y04s এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে ও বিল্ড কোয়ালিটি

Y04s মডেলে আছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ ব্রাইটনেস ৫৭০ নিটস। ফোনের পিছনে ক্রিস্টাল লাইন ম্যাট ফিনিশ উপস্থিত। আর IP64 রেটিং প্রাপ্ত ডিভাইসটি MIL-STD-810H সার্টিফিকেশন সহ এসেছে। ফলে ধুলো, জল এবং হালকা ধাক্কা থেকে স্মার্টফোনটি সুরক্ষিত থাকবে।

পারফরম্যান্স ও স্টোরেজ

পারফরম্যান্সের জন্য ভিভো ওয়াই০৪এস হ্যান্ডসেটে ব্যবহার করা হয়েছে ইউনিসক T612 চিপসেট। এটি ৪ জিবি LPDDR4X র‌্যাম ও ৬৪ জিবি ই-এমএমসি স্টোরেজ সহ এসেছে। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা ও সফটওয়্যার

ক্যামেরা বিভাগের কথা বললে, Vivo Y04s স্মার্টফোনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল এবং QVGA লেন্স। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।

ব্যাটারি ও অন্যান্য ফিচার

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।