অর্ডারের 10 মিনিটের মধ্যে ডেলিভারি, 32MP ক্যামেরার Oppo K12x 5G অনেক সস্তায় কিনুন

স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এসেছে অপ্পোর নতুন ফোন Oppo K12x 5G। এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন হলেও, এতে রয়েছে মিলিটারি গ্রেড ফিচার ও প্রিমিয়াম স্পেসিফিকেশন। ফোনটি MIL-STD-810H সার্টিফিকেশন প্রাপ্ত, যার অর্থ এটি পড়ে যাওয়া বা হালকা জলে ডুবে গেলেও ক্ষতিগ্রস্ত হবে না। এমন সুরক্ষিত এবং উন্নত ফিচারের ফোনের দামও রাখা হয়েছে সাধারণ ক্রেতার হাতের নাগালে। হ্যান্ডসেটটি এখন অফারের সাথেও কেনা যাবে।
Oppo K12x 5G এর দাম ও অফার
অপ্পো কে১২এক্স ৫জি এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। তবে জনপ্রিয় কুইক কমার্স প্ল্যাটফর্ম Zepto থেকে ডিভাইসটি কিনলে পাওয়া যাচ্ছে ১,৪০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে থাকছে ৪০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট, ফলে ফোনটি মাত্র ১১,৫৯৯ টাকায় অর্ডার করা যাবে। আর অর্ডারের মাত্র ১০ মিনিটের মধ্যে ফোনটি আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে Zepto।
Oppo K12x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
অপ্পো কে১২এক্স ৫জি স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এতে আছে স্প্ল্যাশ টাচ প্রযুক্তি, যার ফলে ভেজা হাতে বা স্ক্রিন ভিজে গেলে সহজেই ফোনটি ব্যবহার করা যাবে। ক্যামেরার দিক থেকে ডিভাইসটি দুর্দান্ত। এর পিছনে রয়েছে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। আর সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে পোর্ট্রেট, ডুয়াল ভিউ ভিডিও, নাইট মোড, স্লো মোশনসহ বিভিন্ন আধুনিক ফিচার রয়েছে।
শুধু ফিচার নয়, চার্জিং এবং ব্যাটারির ক্ষেত্রেও ফোনটি অনেক এগিয়ে। এতে দেওয়া হয়েছে ৫১০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই প্রযুক্তি মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ ফোনকে চার্জ করতে সক্ষম। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ও অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালার ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।