মোবাইল

৩২ মেগাপিক্সেল ক্যামেরার Oppo K12x 5G বিরাট ডিসকাউন্টে, অফারের ফুলঝুড়ি

Published on:

Oppo K12x 5G with 32mp camera discount offer Flipkart omg gadgets sale

ফ্লিপকার্টে শুরু হয়েছে ওএমজি গ্যাজেটস সেল। এই সেলে একাধিক স্মার্টফোন কম দামে বিক্রি হচ্ছে। আমরা ইতিমধ্যেই এই সেলের বিভিন্ন অফার সম্পর্কে বলেছি। তবে এই প্রতিবেদনে আমরা Oppo K12x 5G ডিভাইসের সাথে পাওয়া অফার সম্পর্কে জানাবো। সেলে এর উপর ২৩ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর সাথে রয়েছে অতিরিক্ত ব্যাঙ্ক অফার। আসুন সেল থেকে Oppo K12x 5G কত দামে কিনে নেওয়া যাবে দেখে নেওয়া যাক।

Oppo K12x 5G এর দাম এবং ফ্লিপকার্ট সেলে অফার

ওপ্পো কে১২এক্স ৫জি স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ১৫,৯৯৯ টাকায়।

কেউ মাসিক কিস্তি সহ ডিভাইসটি কিনতে চাইলে প্রতি মাসে ৫৬৩ টাকা দিতে হবে। ফ্লিপকার্ট ওএমজি গ্যাজেটস সেলে যেকোনো ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার SBI-এর কার্ডে মিলবে ১২৫০ টাকা ডিসকাউন্ট। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ১৬৫০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।

Oppo K12x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো কে১২এক্স ৫জি স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি HD+ LCD ডিসপ্লে আছে। এর রেজলিউশন ১৬০৪ × ৭২০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস ১০০০ নিটস এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৯.৯০ শতাংশ। এই ডিসপ্লে আই কমফোর্ট মোড সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিনে চলে।

Oppo K12x 5G স্মার্টফোনের পেছনের দিকে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।