স্টাইলিশ ডিজাইন সহ ২১ জুলাই লঞ্চ হচ্ছে Oppo K13 Turbo ও K13 Turbo Pro, ফাঁস কালার অপশন

Oppo আগামী ২১ জুলাই চীনে লঞ্চ করতে চলেছে K13 Turbo সিরিজ। এই সিরিজের অধীনে দুটি মডেল আসবে – Oppo K13 Turbo ও K13 Turbo Pro। লঞ্চের আগে কোম্পানি একের পর এক টিজার প্রকাশ করে এদের নানান গুরুত্বপূর্ণ ফিচার সামনে আনছে। এবার প্রকাশ করা হয়েছে ফোন দুটির ডিজাইন ও কালার অপশন। যেখান থেকে স্পষ্ট যে, পারফরম্যান্সের পাশাপাশি Oppo K13 Turbo ও K13 Turbo Pro এর ডিজাইনও নজরকাড়া হবে।

এর আগে জানা গিয়েছিল, Oppo K13 Turbo সিরিজে পাওয়া যাবে দুর্দান্ত পারফরম্যান্স ও কুলিং সিস্টেম। একটি টিজার ভিডিওতে দেখা গিয়েছিল, এদের ক্যামেরা মডিউলে থাকবে RGB কুলিং ফ্যান, যা ফোনগুলির ডিজাইনকে ইউনিক করে তুলবে।

Oppo K13 Turbo সিরিজের কালার অপশন ফাঁস

ওপ্পো কে১৩ টার্বো মডেলটি তিনটি কালার অপশনে আসবে – ব্ল্যাক, পার্পল (রেসিং ডিজাইন), এবং নাইট সিলভার (রেসিং ডিজাইন)। আর বেস মডেল অর্থাৎ কে১৪ টার্বো পাওয়া যাবে নাইট হোয়াইট, পার্পল (রেসিং ডিজাইন), এবং ব্ল্যাক কালার অপশনে। রেসিং ডিজাইনের নাম থেকেই স্পষ্ট, এর ডিজাইন হবে স্পোর্টি ও স্টাইলিশ।

Oppo K13 Turbo and K13 Turbo Pro colour options

জানা গেছে, Oppo এই সিরিজের সাথে একটি নতুন কুলিং অ্যাক্সেসরিজ লঞ্চ করতে চলেছে, যার নাম রাখা হবে Oppo K13 Turbo Wind Cooling Super Set। যারা মোবাইলে গেম খেলেন বা ব্যাপক পরিমাণ ব্যবহার করেন, তাদের জন্য এটি গেম চেঞ্জার হতে পারে। কারণ এটি তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে।