Oppo K13 Turbo সিরিজ সম্প্রতি চীনে লঞ্চ হয়েছে। এর মধ্যে এই সিরিজের প্রো মডেল আগেই ভারতে টেস্টিং পর্বে পৌঁছেছিল। ফলে আশা করা হচ্ছিল ডিভাইসটি শীঘ্রই এদেশে পা রাখবে। সেই মতো এখন গুগল প্লে কনসোল ও গিকবেঞ্চ ডেটাবেসে দেখা মিললো Oppo K13 Turbo এবং K13 Turbo Pro-এর গ্লোবাল ও ভারতীয় ভার্সনের। অনুমান করা হচ্ছে, দুটি স্মার্টফোনই ভারতে লঞ্চ হবে।
গুগল প্লে কনসোলে K13 Turbo ও K13 Turbo Pro মডেল দুটি যথাক্রমে ‘CPH2761’ এবং ‘CPH2731’ মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এদের গ্লোবাল বা ভারতীয় ভার্সনে ৮ জিবি র্যাম থাকবে বলে জানা গেছে। দুটি ফোনেই পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। ডিভাইস দুটিতে ১২৮০x২৮০০ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে দেখা যাবে, যার স্ক্রিন ডেনসিটি ৫৬০ ডিপিআই।
পারফরম্যান্সের জন্য K13 Turbo মডেলে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট, যার সাথে আর্ম ইমমোর্টালিস জি৭২০ জিপিইউ যুক্ত থাকবে। আর প্রো মডেলে পাওয়া যাবে এড্রেনো ৮২৫ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট।
গিকবেঞ্চ বেঞ্চমার্কি সাইটেও এই দুটি স্মার্টফোনকে খুঁজে পাওয়া গেছে। এখানে K13 Turbo-এর সিঙ্গল ও মাল্টি-কোর স্কোর যথাক্রমে ১৪০৬ ও ৬০০৭, আর প্রো মডেলের সিঙ্গল-কোর টেস্টে স্কোর ২১১৭ এবং মাল্টি-কোর টেস্টে স্কোর ৬৬৪৯। আর প্রো মডেলের গ্লোবাল ও ভারতীয় ভার্সন গিঅবেঞ্চে ১২ জিবি র্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে।
আগের রিপোর্ট থেকে সামনে এসেছিল, ফোন দুটি আগস্টের শেষ বা সেপ্টেম্বর ২০২৫-এর শুরুতে ভারতে লঞ্চ হতে পারে। প্রো মডেলের দাম থাকতে পারে ৩৫,০০০ টাকার আশেপাশে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.