মোবাইল গেমিংয়ে বিপ্লব, আসছে বিশ্বের প্রথম ওয়াটারপ্রুফ এয়ার-কুলড ফোন Oppo K13 Turbo Pro

চীনা আগামী ২১ জুলাই লঞ্চ হতে চলেছে Oppo K13 Turbo সিরিজ। এই সিরিজের অধীনে দুটি মডেল আসবে বলে জানা গেছে – Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro। ইতিমধ্যেই কোম্পানিটি ডিভাইসগুলি সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। জানা গেছে, ফোন দুটি বড় ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সহ আসবে। আজ আবার সংস্থার তরফে Oppo K13 Turbo Pro স্মার্টফোনের পারফরম্যান্স ও কুলিং সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে।

Oppo K13 Turbo Pro এর প্রসেসর ও কুলিং সিস্টেম

ওপ্পো কে১৩ টার্বো প্রো হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে, যার AnTuTu বেঞ্চমার্ক স্কোর প্রায় ২৪.৫ লক্ষ। সংস্থার তরফে বলা হয়েছে, এই চিপসেটটি উচ্চ তাপমাত্রায় স্ন্যাপড্রাগন ৮ এলিট-এর থেকেও ভালো পারফর্ম করে।

ওপ্পোর দাবি, এক ঘণ্টা ধরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ওপেন-ওয়ার্ল্ড টার্ন-বেসড মোবাইল গেম খেলার সময় কে১৩ টার্বো প্রো গড়ে ৫৩.৫ এফপিএস পারফরম্যান্স দিয়েছে। এমন রেজাল্ট পাওয়া গেছে ডিভাইসে থাকা ‘ব্লাস্ট কুলিং ইঞ্জিন’-এর কারণে।

ওপ্পো আর জানিয়েছে, কে১৩ টার্বো প্রো হবে বিশ্বের প্রথম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এয়ার-কুলড স্মার্টফোন। এটি IPX9, IPX8 ও IPX6 রেটিং সহ আসবে, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধ করবে। ব্লাস্ট কুলিং ইঞ্জিন ছাড়াও ফোনটির কুলিং প্রযুক্তিতেও থাকবে টাইডাল ইঞ্জিন। এই কারণে গেম খেললে বা কোনো ভারী কাজ করলেও স্মার্টফোনটি গরম হবে না।

Oppo K13 Turbo Pro ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে – ব্ল্যাক, রেসিং ডিজাইনের পার্পল এবং নাইট সিলভার। আর K13 Turbo মডেলটি আসবে নাইট হোয়াইট, পার্পল (রেসিং ডিজাইন) এবং ব্ল্যাক কালার অপশনে।