তুখোড় পারফরম্যান্স দেবে Oppo K13 Turbo Pro, ১৬ জিবি র্যামের সাথে পাবেন এই স্ন্যাপড্রাগন প্রসেসর

Oppo ইতিমধ্যেই K13 সিরিজের অধীনে দুটি নতুন মডেল লঞ্চ করেছে – K13 5G ও K13x 5G। তবে এখানেই থেমে থাকছে না ব্র্যান্ডটি। শীঘ্রই এই সিরিজে আরও দুটি ফোন যুক্ত হচ্ছে, যাদের নাম Oppo K13 Turbo এবং K13 Turbo Pro। নাম থেকেই স্পষ্ট যে, এগুলি পারফরম্যান্স কেন্দ্রিক স্মার্টফোন হবে। আজ এদের মধ্যে Oppo K13 Turbo Pro মডেলটিকে Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। এখান থেকে এর প্রসেসর, র্যাম ও অন্যান্য তথ্য সামনে এসেছে।
Oppo K13 Turbo Pro উপস্থিত হল Geekbench-এ
গিকবেঞ্চে ওপ্পো কে১৩ টার্বো প্রো ফোনটি ‘PLE110’ মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। এখানে সিঙ্গল কোর টেস্টে ২১৫৬ পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে ৬৬৫২ পয়েন্ট স্কোর করেছে ডিভাইসটি। জানা গেছে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। আর অবশ্যই এতে কালারওএস ১৫ কাস্টম স্কিন পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য ওপ্পো কে১৩ টার্বো প্রো ডিভাইসে কোয়ালকমের ৩.২১ গিগাহার্টজ ক্লক স্পিডের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ প্রসেসর ব্যবহার করা হবে, যার সাথে যুক্ত থাকবে এড্রেনো ৮২৫ জিপিইউ। এখানে স্মার্টফোনটি ১৬ জিবি র্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও লঞ্চের সময় এর আরও র্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের বিশ্বাস।
আগেই বলেছি, টার্বো প্রো এর পাশাপাশি ওপ্পো এই সিরিজের অধীনে আরও একটি মডেল আনতে চলেছে, যেটা হল Oppo K13 Turbo। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর দেওয়া হবে। উভয় ফোনেই থাকছে ৬.৮ ইঞ্চি এলটিপিএস ওএলইডি ফ্ল্যাট ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ বা ১৪৪ হার্টজ। ফটোগ্রাফির জন্য পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর পাওয়া যাবে। আর সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল সেলফি শুটার।
ব্যাটারির ক্ষেত্রেও ওপ্পো উভয় ডিভাইসে বেশি ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করবে বলে আমাদের বিশ্বাস। কুলিংয়ের জন্য এগুলিতে RGB কুলিং ফ্যান দেওয়া হতে পারে। এই ধরনের ফিচার স্মার্টফোনের পারফরম্যান্স উন্নত করে।
কালার অপশনের কথা বললে, K13 Turbo মডেলটি পাওয়া যেতে পারে ব্ল্যাক ওরিয়র, ফার্স্ট পার্পেল এবং নাইট হোয়াইট কালারে। অন্যদিকে, K13 Turbo Pro আসতে পারে নাইট হোয়াইট ও নাইট সিলভার কালার অপশনে।