২১ জুলাই আসছে Oppo K13 Turbo, দুর্দান্ত ক্যামেরা সহ থাকবে ইনবিল্ট কুলিং ফ্যান ও RGB লাইটিং

Oppo সম্প্রতি নিশ্চিত করেছে যে তাদের K13 Turbo সিরিজ এই জুলাই মাসেই বাজারে আসছে। আগামী ২১ জুলাই চীনে এই সিরিজের ডিভাইসগুলির উপর থেকে পর্দা সরানো হবে। এই ঘোষণার সঙ্গে ব্র্যান্ডটি একটি টিজার ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা গেছে Oppo K13 Turbo সিরিজের একটি ফোনের প্রাইমারি রিয়ার ক্যামেরার নিচে থাকবে ইনবিল্ট কুলিং ফ্যান। RGB লাইটিং সহ এই ফ্যান গেমারদের নজর কাড়তে পারে।
এই ভিডিও থেকে আরও জানা গেছে যে, Oppo K13 Turbo সিরিজের ফোনগুলিতে হিট এক্সহস্ট সিস্টেম থাকবে। অর্থাৎ ফোন বেশি গরম হয়ে গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করবে
ফ্যান ও এক্সহস্ট সিস্টেম। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, গেমারদের কথা মাথায় রেখেই সিরিজের ফোন দুটির ডিজাইন ও ফিচার রাখা হবে।
Geekbench প্ল্যাটফর্মে দেখা গেল Oppo K13 Turbo ফোনকে
এদিকে, সম্প্রতি ওপ্পো কে১৩ টার্বো সিরিজের একটি ফোন (মডেল নম্বর PLE110) সম্প্রতি Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এটি সম্ভবত কে১৩ টার্বো সিরিজের স্ট্যান্ডার্ড মডেল হবে। এখানে ডিভাইসটি সিঙ্গল-কোর টেস্টে ২১৭৬ এবং মাল্টি-কোর টেস্টে ৬৬১৮ স্কোর করেছে। এটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে এবং এতে ব্যবহার করা হবে ARMv8 ভিত্তিক অক্টা-কোর চিপসেট। সঙ্গে থাকবে ১৬ জিবি র্যাম।
Oppo K13 Turbo সিরিজের সম্ভাব্য ফিচার
জানা গেছে, এই সিরিজের অধীনে একসঙ্গে দুটি মডেল আসবে – ওপ্পো কে১৩ টার্বো এবং কে১৩ টার্বো প্রো। দুটি ফোনেই থাকবে ৬.৮ ইঞ্চি এলটিপিএস ডিসপ্লে, যার রেজোলিউশন থাকবে ১.৫কে। পারফরম্যান্সের জন্য বেস মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর ব্যবহার করা হবে, আর প্রো মডেল চলবে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট দ্বারা।
ফটোগ্রাফির জন্য দুই ফোনে দেখা যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
তবে এখনো পর্যন্ত Oppo-র পক্ষ থেকে K13 Turbo সিরিজের দাম নিয়ে কিছু বলতে শোনা যায়নি। আপাতত চীনে এই সিরিজ লঞ্চ হতে চলেছে। এরপর ফোনগুলি গ্লোবাল মার্কেটে আসতে পারে।