চার্জ শেষ হবে না, 7000mAh ব্যাটারির সাথে বাজারে আসছে Oppo K13 স্মার্টফোন

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আপ্পো আগামী ২১ এপ্রিল Oppo K13 লঞ্চ করতে চলেছে। এটি ২০,০০০ টাকার কম দামে আসবে বলে জানা গেছে। আর ফিচার হিসেবে এতে থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর, ৭০০০ এমএএইচ ব্যাটারি ও ওয়েট টাচ মোড। তাই আপনি যদি দীর্ঘ ব্যাটারি লাইফ ও দুর্দান্ত পারফরম্যান্সের কোনো মিড রেঞ্জ স্মার্টফোন কিনতে চান, এই ডিভাইসটির জন্য অপেক্ষা করতে পারেন। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে আপাতত কোন কোন তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।

Oppo K13 দেবে দমদার পারফরম্যান্স

ওপ্পো কে১৩ ডিভাইসে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে। এর সাথে থাকবে এড্রেনো এ৮১০ জিপিইউ, LPDDR4X র‌্যাম ও UFS 3.1 স্টোরেজ। ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ৭,৯০,০০০+ স্কোর করেছে।

শক্তিশালী ব্যাটারি

অপ্পো কে১৩ ফোনে থাকবে বিশাল ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ফুল চার্জে ঘণ্টার পর ঘণ্টা ব্যবহার করা যাবে। এই ব্যাটারি ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি মাত্র ৫ মিনিটে ৪ ঘণ্টা পর্যন্ত গেম খেলতে দেবে ফোনটি। এর ব্যাটারি ৩০ মিনিটে ৬২% এবং এক ঘণ্টার কম সময়ে পুরোপুরি চার্জ হয়ে যাবে।

ডিসপ্লে

Oppo K13 স্মার্টফোনের সামনে ৬.৬৭ ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে পাওয়া যাবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১২০০ নিটস। আবার হ্যান্ডসেটটি ‘Wet Touch Mode’ সহ আসবে, তাই স্ক্রিনে জল বা তেল থাকলেও ঠিকভাবে কাজ করবে।