Oppo চীনে বুধবার K13 সিরিজের নতুন দুটি স্মার্টফোন Oppo K13s ও Oppo K13x লঞ্চ করেছে। এরমধ্যে প্রথম মডেলটি এই সপ্তাহে ভারতে আসা F31 Pro+ এর রিব্র্যান্ডেড ভার্সন। এটি দুটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। Oppo K13s হ্যান্ডসেটে আছে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর ও ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ এসেছে।
Oppo K13s এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৪৯৯ ইউয়ান (প্রায় ১৮,৫০০ টাকা)। আবার এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৫৯৯ ইউয়ান (প্রায় ২০,১০০ টাকা)। ফোনটি এনার্জি ব্লু ও সুপার হোয়াইট কালার অপশন সহ চীনে পাওয়া যাবে।
ওপ্পো কে১৩এস এর সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন ২৮০০ × ১১৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস ১৬০০ নিট। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে এজিসি ডিটি-স্টার ডি গ্লাস গ্লাস ব্যবহার করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য Oppo K13s স্মার্টফোনে দেওয়া হয়েছে এড্রেনো ৭২০ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। এটি ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম ও ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ এসেছে। সফটওয়্যারের কথা বললে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলে।
ফটোগ্রাফির জন্য Oppo K13s মডেলে ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল ওভি৫০ডি৪০ প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত, যার অ্যাপারচার এফ/১.৮। সাথে আছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, ইউএসবি টাইপ-সি অডিও, হাই-রেস অডিও সার্টিফিকেশন এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং। এতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন (MIL-STD-810H) পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.