Oppo Pad 5 বিশাল বড় 10420mAh ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে পাওয়ারফুল প্রসেসর

ওপ্পো চীনে গতকাল Oppo Find X9 সিরিজের স্মার্টফোনগুলির পাশাপাশি Oppo Pad 5 ট্যাবলেটটিও লঞ্চ করেছে। নতুন অ্যান্ড্রয়েড ট্যাবটি চারটি কালার অপশনে এসেছে এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেটে চলে। ট্যাবটি সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া Oppo Pad 5 মডেলটি এলসিডি ডিসপ্লে, ১০,৪২০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট সহ এসেছে।
Oppo Pad 5 ট্যাবের দায এবং উপলব্ধতা
চীনে Oppo Pad 5 মডেলের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩২,০০০ টাকা)। এছাড়া, উচ্চতর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৪,০০০ টাকা), ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৮,০০০ টাকা) এবং ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪৪,০০০ টাকা)। Oppo Pad 5 চীনে কোম্পানির ওয়েবসাইটে গ্যালাক্সি সিলভার, স্পেস গ্রে, গ্যালাক্সি সিলভার সফট লাইট এডিশন এবং লাকি পার্পল সফট লাইট এডিশন কালার শেডে পাওয়া যাচ্ছে।
Oppo Pad 5 স্পেসিফিকেশন
Oppo Pad 5 ট্যাবলেটে ১২.১ ইঞ্চির (২,১২০×৩,০০০ পিক্সেল) এলসিডি প্যানেল আছে, যা ১৪৪ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ৩০৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৮৮.৫ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এই স্ক্রিনটি ৯০০ নিট পিক ব্রাইটনেস এবং ৫৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট অফার করবে বলে দাবি করা হচ্ছে। পারফরম্যান্সের জন্য, Oppo Pad 5 ট্যাবে অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য, Oppo Pad 5 ট্যাবলেটের পিছনে ৮ মেগাপিক্সেল সেন্সর উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে আরেকটি ৮ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Pad 5 ট্যাবে বিশাল ১০,৪২০ এমএএইচ ক্ষমতাসম্পন্নব্যাটারির দেওয়া হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এছাড়া, Oppo Pad 5 ট্যাবলেটের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এর ইন-বিল্ট সেন্সরগুলির মধ্যে অন্তর্ভুক্ত আছছ একটি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সিলোমিটার, কালার টেম্পারেচার সেন্সর, জাইরোস্কোপ এবং হল সেন্সর।