Oppo Reno 13 5G ও Reno 13 Pro 5G চীনে লঞ্চ হওয়ার দুই মাস পর আজ ভারতে পা রাখল। রেনো সিরিজের এই নতুন ফোনগুলি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে এসেছে। উন্নত সিগন্যাল কভারেজের জন্য রয়েছে SignalBoost X1 চিপ। MediaTek Dimensity 8350 প্রসেসর ব্যবহার হয়েছে Oppo Reno 13 সিরিজে। চলুন এই ফোন দুটির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ওপ্পো রেনো 13 এবং রেনো 13 প্রো উভয়ই অ্যান্ড্রয়েড 15 এর উপর ভিত্তি করে কালার ওএস 15 সফটওয়্যারে রান করে। প্রো মডেলটিতে 6.83 ইঞ্চি 1.5K (1,272×2,800 পিক্সেল) ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট 450 পিপিআই পিক্সেল ডেনসিটি ও 1200 নিটস ম্যাক্স ব্রাইটনেস অফার করে। যেখানে স্ট্যান্ডার্ড মডেলে কিছুটা ছোট 6.59 ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে বর্তমান। এটিও 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
রেনো 13 সিরিজের উভয় ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর রয়েছে। সঙ্গে 12 জিবি র্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ। দুই ফোনেরই সামনে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। প্রো মডেলে একটি 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা, 120x পর্যন্ত ডিজিটাল জুম, OIS, এবং 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর এবং একটি 8 -মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড মডেলের পিছনে ক্যামেরা দুটো৷ যার মধ্যে OIS সহ একটি 50 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বর্তমান। রেনো 13 প্রো ফোনে 5,800 এমএএইচ ব্যাটারি ও 80 ওয়াট ফাস্ট চার্জিং আছে। যেখানে রেনো 13 মডেলে 80 ওয়াট চার্জিং সহ 5,600 এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।
বেস রেনো 13 মডেলটি 8 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। দাম যথাক্রমে 37,999 টাকা ও 39,999 টাকা। অন্যদিকে, ওপ্পো রেনো 13 প্রো-এর দাম শুরু হচ্ছে 49,999 টাকা থেকে যা 12 জিবি + 256GB স্টোরেজের মূল্য। আর 12 জিবি + 512 জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে 54,999 টাকা। এটি গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার রঙে উপলব্ধ। দুই ফোনই ফ্লিপকার্টে 11 জানুয়ারি থেকে পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.