মোবাইল

জিরো ডাউন পেমেন্ট সহ বাড়ি নিয়ে যান Oppo Reno 13 5G, রয়েছে লোভনীয় অফার

Updated on:

Oppo reno 13 5g new colour 12gb ram variant goes on sale offers price specs

সুমন পাত্র, কলকাতা: Oppo সম্প্রতি Reno 13 সিরিজে একটি নতুন কালার এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এবার থেকে Oppo Reno 13 5G স্কাই ব্লু কালার এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। সম্প্রতি এই নতুন ভ্যারিয়েন্টের সেল শুরু হয়েছে। আসুন নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ও সেল অফার জেনে নেওয়া যাক।

Oppo Reno 13 এর স্কাই ব্লু কালার ভ্যারিয়েন্টের দাম

Oppo Reno 13 5G এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। দুটি মডেলই ওপ্পো-র ই-স্টোর, ফ্লিপকার্ট এবং রিটেল আউটলেট থেকে পাওয়া যাবে। এটি ৬ মাসের নো কস্ট এমআই, জিরো ডাউন পেমেন্ট এবং ক্রেডিট কার্ড এমআই-তে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের সাথে কেনা যাবে।

উল্লেখ্য ওপ্পো চলতি বছরের জানুয়ারিতে রেনো ১৩ সিরিজ লঞ্চ করেছিল। এটি আইভরি হোয়াইট এবং লুমিনাস ব্লু কালারে অপশনে এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছিল। এখন এই ফোনটি নতুন স্কাই ব্লু কালার এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে।

Oppo Reno 13 এর ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ১৩ ফোনে আছে ৬.৫৯-ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে, এবং এর ফ্রন্ট এবং ব্যাকে কর্নিং গরিলা গ্লাস ৭আই উপস্থিত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেন্সিটি ৮৩৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি IP66+IP68+IP69 রেটিং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এতে OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মোনোক্রোম ক্যামেরা রয়েছে। সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট পাওয়া যাবে, যা অন্ডারওয়াটার ফটোগ্রাফি সাপোর্ট করে। এই ফোনে AI লাইভ ফটো, AI ক্ল্যারিটি ইনহ্যান্সার, AI আনব্লার, AI মোশন, AI বেস্ট ফেস, AI রাইটার, AI সামারি উপস্থিত।