মোবাইল

জলের মধ্যে ছবি তোলা যাবে, লোভনীয় অফার সহ Oppo Reno 13 সিরিজের সেল শুরু হল

Published on:

Oppo reno 13 5g reno 13 pro with underwater photography sale today via Flipkart oppo store bank offers

চলতি সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Oppo Reno 13 সিরিজ। আর আজ অর্থাৎ 11 জানুয়ারি সিরিজের ফোনগুলির সেল শুরু হচ্ছে। এই সিরিজে আছে দুটি মডেল Oppo Reno 13 5G এবং Reno 13 Pro। উভয় ডিভাইসই ট্রিপল আইপি রেটিং (IP66 + IP68 + IP69) সহ এসেছে এবং কোম্পানির দাবি ফোনগুলি দিয়ে জলের নীচে ছবি তোলা যাবে।

Oppo Reno 13 সিরিজের দাম

অপ্পো রেনো 13 প্রো 5G এর 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকা এবং 12 জিবি + 512 জিবি ভ্যারিয়েন্টের দাম 54,999 টাকা। এটি গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার কালার অপশনে এসেছে।

WhatsApp Community Join Now

আর অপ্পো রেনো 13 5G এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 37,999 টাকা এবং 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা। এটি আইভরি হোয়াইট এবং লুমিনাস ব্লু কালার অপশনে পাওয়া যাবে।

দুটি মডেলই আজ 11 জানুয়ারি ফ্লিপকার্ট এবং অপ্পোর অনলাইন স্টোর থেকে কেনা যাবে। ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে প্রো মডেলে 5,499 টাকা এবং স্ট্যান্ডার্ড মডেলে 3,799 টাকা ছাড় পাওয়া যাবে।

Oppo Reno 13 সিরিজের ফিচার

সিরিজের দুটি ফোনই ডুয়াল সিম (ন্যানো) সাপোর্টের সাথে এসেছে এবং অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক কালারওএস 15 কাস্টম স্কিনে চলে। প্রো মডেলে 120Hz ডায়নামিক রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস সহ 6.83-ইঞ্চি 1.5K (1272×2800 পিক্সেল) ডিসপ্লে আছে।

বেস মডেলে 120Hz রিফ্রেশ রেট এবং 1,200 নিট পিক ব্রাইটনেস সহ 6.59-ইঞ্চি ফুল এইচডি প্লাস (1256×2760 পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। সংস্থাটি দাবি করেছে এই সিরিজে স্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। উভয় মডেলেই রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট।

অপ্পো রেনো 13 সিরিজে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। প্রো মডেলে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে রয়েছে ওআইএস সহ 50-মেগাপিক্সেল সনি IMX890 প্রাইমারি ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম, 120 এক্স ডিজিটাল জুম, ওআইএস সহ 50-মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর এবং 8-মেগাপিক্সেল সেন্সর।

Oppo Reno 13 5G স্মার্টফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যেখানে OIS সহ 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে।

Oppo Reno 13 5G সিরিজে উপলব্ধ কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, GPS এবং একটি USB Type-C পোর্ট। ফ্ল্যাগশিপ Oppo Reno 13 Pro ফোনে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বেস মডেলে 80W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ 5600mAh ব্যাটারি রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন