মোবাইল

Oppo Reno 13 সিরিজ সেরা ক্যামেরা সহ এবার ভারতে লঞ্চ হচ্ছে, তারিখ সহ অনেক তথ্য ফাঁস করল সংস্থা

Published on:

Oppo reno 13 series launch date in india confirmed 9 with two colors options and specifications

Oppo আনুষ্ঠানিকভাবে ভারতে Reno 13 সিরিজ লঞ্চের তারিখ ঘোষণা করল। পাশাপাশি ব্র্যান্ডটি এই সিরিজের ডিজাইন এবং কালার ভ্যারিয়েন্ট প্রকাশ করেছে। রেনো 13 লাইনআপে রেনো 13 5G এবং রেনো 13 প্রো 5G অন্তর্ভুক্ত থাকবে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে অপ্পো রেনো 13 প্রো গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার কালারে পাওয়া যাবে, অন্যদিকে রেনো 13 হোয়াইট এবং ব্রাইট ব্লু কালারে আসবে।

Oppo Reno 13 সিরিজ এই দিনে ভারতে লঞ্চ হবে

Oppo Reno 13 সিরিজ আগামী 9 জানুয়ারি বিকেল 5 টায় ভারতে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ডিভাইসগুলি ফ্লিপকার্ট এবং অপ্পোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে।

WhatsApp Community Join Now


এছাড়া জানা গেছে অপ্পো রেনো 13 সিরিজ অ্যালুমিনিয়াম ফ্রেম, স্কাল্পটেড গ্লাস ব্যাক সহ আসবে। ডিসপ্লের কথা বললে, ফোনগুলি কর্নিং গরিলা গ্লাস 7i সুরক্ষার সাথে লঞ্চ হবে। উভয় মডেলে থাকবে IP66, IP68 এবং IP69 রেটিং। ফলে গরম জল লাগলেও এগুলি নষ্ট হবে না।

Oppo Reno 13 সিরিজের ফিচার (ফাঁস)

অপ্পো রেনো 13 সিরিজে পাবেন দুর্দান্ত ডিসপ্লে। রেনো 13 মডেলে 6.59-ইঞ্চি 1.5K ফ্ল্যাট AMOLED স্ক্রিন দেখা যাবে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রো মডেলে 6.83 ইঞ্চি 1.5K কাভার্ড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য ডিভাইস দুটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট দেওয়া হবে।

ফটোগ্রাফির জন্য অপ্পো রেনো 13 সিরিজে উন্নত ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এর মধ্যে বেস মডেলে ওআইএস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর সামনে দেওয়া হতে পারে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে প্রো মডেলে থাকবে 50 মেগাপিক্সেল সনি IMX890 প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। দুটি মডেলেই মিলবে এআই ফিচার। রেনো 13 ফোনটি 5600mAh ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে এবং আর রেনো 13 প্রো ডিভাইসে থাকবে 5800mAh ব্যাটারি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন