ভারতে Oppo Reno 13 ও Reno 13 Pro এর দাম কত থাকবে, লঞ্চের আগেই ফাঁস

চীনের পর Oppo Reno 13 সিরিজ ভারতে আসতে চলেছে। আগামী 9 জানুয়ারি ভারতের বাজারে সিরিজের ফোনগুলি লঞ্চ হবে। এই সিরিজের অধীনে দুটি মডেল আসবে – রেনো 13 এবং রেনো 13 প্রো। নতুন ফোনগুলি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। যদিও লঞ্চের দিন আসতে এখনও কয়েকদিন বাকি, তবে তার আগেই ডিভাইসগুলির দাম ফাঁস হল।
জানা গেছে Oppo Reno 13 সিরিজের নতুন ডিভাইসগুলি দুটি র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টে কেনা যাবে। বেস মডেলটি 8 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে এবং প্রো মডেলটি 12 জিবি পর্যন্ত র্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসতে পারে। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ টিপস্টার এএন লিকস ভারতে Oppo Reno 13 লাইনআপের দামও ফাঁস করেছে।
Oppo Reno 13 সিরিজের দাম ভারতে কত হতে পারে
টিপস্টার বলেছেন অপ্পো রেনো 13 এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে 37,999 টাকা। আবার এর 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 39,999 টাকায় কেনা যাবে। আবার অপ্পো রেনো 13 প্রো এর 12 জিবি র্যাম সহ 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 49,999 টাকায় রাখা হবে, যেখানে 12 জিবি র্যাম সহ 512 জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে 54,999 টাকা।
9 জানুয়ারি বিকেল 5টায় লঞ্চ ইভেন্টে ভারতের বাজারে লঞ্চ হবে নতুন স্মার্টফোন দুটি। ফ্লিপকার্ট ছাড়াও সংস্থার ওয়েবসাইট থেকেই ডিভাইসগুলি কেনা যাবে।
Oppo Reno 13 সিরিজের স্পেসিফিকেশন
ভালো পারফরম্যান্সের জন্য অপ্পো রেনো 13 লাইনআপে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর এবং অনেক এআই ফিচার। অপ্পো রেনো 13 এবং রেনো 13 প্রো যথাক্রমে IP68 এবং IP69 ডাস্ট-ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে বলে আশা করা হচ্ছে। প্রো মডেলটি ফটোগ্রাফির জন্য 50MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর সহ আসতে পারে এবং 120x পর্যন্ত জুম সাপোর্ট করবে। এই ডিভাইসে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5800mAh ক্ষমতার ব্যাটারি দেওয়া হবে।