Oppo Reno 14 5G Diwali Edition এই দীপাবলিতে সোনালী ম্যান্ডেলা আর্ট সহ ভারতে লঞ্চ হচ্ছে

দিন কয়েক পরে বাঙালি মেতে উঠবে দুর্গোৎসবে। আর তারপরেই আলোর উৎসব দীপাবলি, তারও তোড়জোড় শুরু হয়ে গেছে। আর প্রতিবছরের মতো এবছরও ওপ্পো দীপাবলিতে বাজারে আনছে Oppo Reno 14 5G Diwali Edition। সম্প্রতি ফোনটির টিজার সামনে এসেছে। Oppo Reno 14 সিরিজের এই বিশেষ মডেলটি, দীপাবলির আনন্দ আরও বাড়িয়ে তুলবে বলে জানানো হয়েছে। আসুন Oppo Reno 14 5G Diwali Edition সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Oppo Reno 14 5G Diwali Edition আসছে আলোকোজ্জ্বল উৎসবের আভা নিয়ে

ওপ্পো সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে Oppo Reno 14 Diwali Edition এর একটি টিজার শেয়ার করেছে। এর মূল মডেল Oppo Reno 14 গত মে মাসে আত্মপ্রকাশ করেছিল। তারপর Reno 14 sun & Moonlight এডিশন জুলাই মাসে বাজারে পা রাখে। আর এখন এর একটি নতুন লিমিটেড এডিশন মডেল আসতে চলেছে। টিজার ইমেজ পোস্টারে দেখা গেছে যে, Oppo Reno 14 Diwali Edition ডিভাইসে সোনালী ম্যান্ডেলা আর্ট এবং সোনালী ময়ূর থাকবে।

কালো ব্যাক প্যানেলে এই অসাধারণ শিল্পকর্মটি খোদাই করা থাকবে। এটি আকর্ষণীয় ডিজাইনের সাথে একটি চমৎকার কন্ট্রাস্ট অফার করবে। তবে ওপ্পো রেনো ১৪ দিওয়ালি এডিশন এর টিজার প্রকাশ্যে এলেও, এর লঞ্চের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

Oppo Reno 14 5G Diwali Edition এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ইউনিক ডিজাইন ছাড়া Oppo Reno 14 5G Diwali Edition এর ফিচার মূল মডেলের মতোই হবে। এতেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

এছাড়া Oppo Reno 14 5G Diwali Edition ডিভাইসে এয়ারস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম এবং সিকিউরিটির জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই থাকবে। আর জল এবং ধুলো প্রতিরোধের জন্য এতে আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং পাওয়া যাবে। হ্যান্ডসেটটির রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, আর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।