Realme GT 8 Pro: রিয়েলমির নতুন ফোনে থাকবে 2K ডিসপ্লে ও 7000mAh ব্যাটারি সহ 200 মেগাপিক্সেল ক্যামেরা

সম্প্রতি রিয়েলমি নিশ্চিত করেছে যে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে চীনে লঞ্চ হবে Realme GT 8 এবং Realme GT 8 Pro। গতকাল ফাঁস হওয়া একটি পোস্টার থেকে ফোনগুলির পিছনের ডিজাইন সামনে এসেছে। আজ আবার রিয়েলমির এক্সিকিউটিভ ডেরেক Realme GT 8 Pro এর ডিসপ্লের প্রধান আপগ্রেডগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আসন্ন ডিভাইসটির ডিসপ্লে ৭০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। আবার এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাশাপাশি এর ব্যাটারি ক্যাপাসিটিও জানা গেছে।
Realme GT 8 Pro এর ডিসপ্লে ফিচার
রিয়েলমির কর্মকর্তা ডেরেক জানিয়েছেন যে, Realme GT 8 Pro মডেলের ডিসপ্লের রেজোলিউশন ১.৫কে থেকে বাড়িয়ে ২কে করা হয়েছে। আর রিফ্রেশ রেট থাকবে ১৪৪ হার্টজ, যা আগের ডিভাইসে ছিল ১২০ হার্টজ। আবার প্রো মডেলের ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস ৬,০০০ নিট থেকে ৭,০০০ নিট পর্যন্ত বাড়ানো হয়েছে। ডিজাইনটি ছোট কোণযুক্ত কার্ভড স্ক্রিন থেকে বৃহত্তর আর-অ্যাঙ্গেল যুক্ত ফ্ল্যাট ডিসপ্লেতেও স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে রিয়েলমি জিটি ৮ প্রো স্মার্টফোনে ডিফল্ট হিসাবে গ্লোবাল ফুল-ব্রাইটনেস ডিসি ডিমিং, ১-নিট আই-কেয়ার মোড এবং বৃত্তাকার পোলারাইজেশন সুরক্ষার মাধ্যমে আই কমফোর্ট ফিচারগুলিকে শক্তিশালী করা হয়েছে।
Realme GT 8 Pro এর ব্যাটারি ক্যাপাসিটি
ডেরেক এও বলেছেন যে, যেহেতু ২কে স্ক্রিনের জন্য আরও বেশি শক্তি প্রয়োজন, তাই Realme GT 8 Pro ফোনে ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তিনি আরও বলেছেন যে রেজোলিউশন ছাড়াও, রিয়েলমি রিফ্রেশ রেট, ডিজাইন, উজ্জ্বলতা এবং চোখের সুরক্ষার মতো একাধিক দিক উন্নত করেছে, যা Relame GT 8 Pro এর স্ক্রিনটিকে তার প্রাইস সেগমেন্টে সেরা বিকল্পগুলির মধ্যে একটি করে তুলবে।
Realme GT 8 Pro এর ক্যামেরা
ব্র্যান্ড দ্বারা প্রকাশিত অন্য পোস্টারটি নিশ্চিত করেছে যে, Realme GT 8 Pro মডেলে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। কোম্পানির মার্কেটিং কমিউনিকেশন ডিরেক্টর, আরিক সং প্রকাশ জানিয়েছেন যে এই হ্যান্ডসেটের ক্যামেরাটি ৩x অপটিক্যাল জুম এবং ১২x লসলেস জুম সাপোর্ট করবে।