Oppo Reno 14 সিরিজের আজ প্রথমবার সেল, ডিসকাউন্ট ও নো কস্ট ইএমআই সহ অফারের ফুলঝুড়ি

এক সপ্তাহ আগেই ভারতে লঞ্চ হয়েছে Oppo Reno 14 সিরিজ। আজ প্রথমবার ফোন দুটি সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ৮ জুলাই রাত ১২টা থেকে Amazon, Flipkart ও Oppo-র অফিসিয়াল ওয়েবসাইটে এই সেল শুরু হবে। সেল উপলক্ষে ক্রেতারা আকর্ষণীয় অফারের লাভ ওঠাতে পারবেন। Reno 14 ও Reno 14 Pro মডেলে আছে দুর্দান্ত সেলফি ক্যামেরা, ট্রিপল আইপি রেটিং, ১.৫কে এলটিপিএস ওএলইডি ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি সেটআপ।
Oppo Reno 14 সিরিজের ভারতে দাম
ওপ্পো রেনো ১৪ সিরিজের বেস মডেলের দাম শুরু হচ্ছে ৩৭,৯৯৯ টাকা থেকে। অন্যদিকে, সিরিজের টপ-এন্ড মডেল রেনো ১৪ প্রো এর প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছে ৫৪,৯৯৯ টাকা। নিচে দেখে নিন সম্পূর্ণ দামের লিস্ট:
ওপ্পো রেনো ১৪
৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৩৭,৯৯৯ টাকা
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৩৯,৯৯৯ টাকা
ওপ্পো রেনো ১৪ প্রো
১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৪৯,৯৯৯ টাকা
১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৫৪,৯৯৯ টাকা
সেলে Oppo Reno 14 সিরিজের সাথে অফার
লঞ্চ অফার হিসেবে ক্রেতারা তিন মাসের জন্য ২ টিবি Google AI Pro ক্লাউড স্টোরেজ একদম বিনামূল্যে পাবেন। আবার জিও ব্যবহারকারীরা ১,১৯৯ বা তার বেশি মূল্যের প্রিপেইড প্ল্যানে বিনামূল্যে পাবেন ছয় মাসের জন্য ১৫টির বেশি OTT সাবস্ক্রিপশন।
এর সাথে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট। আবার ৩,৫০০ পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা ছয় মাস পর্যন্ত নো কস্ট ইএমআই এর সুবিধাও উপভোগ করতে পারবেন। পাশাপাশি, ১৮০ দিনের এক্সটেন্ডেড ওয়ারেন্টি ও একবারের জন্য বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা মিলবে।
Oppo Reno 14 সিরিজের ফিচার আর স্পেসিফিকেশন
ডিসপ্লে ও বিল্ড কোয়ালিটি
রেনো ১৪ সিরিজের দুটি ফোনেই রয়েছে ১.৫কে ১২০ হার্টজ এলটিপিএস ওএলইডি ডিসপ্লে। রেনো ১৪-এর স্ক্রিন সাইজ ৬.৫৯ ইঞ্চি, আর প্রো মডেলের স্ক্রিন সাইজ ৬.৮৩ ইঞ্চি। উভয় মডেলে গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে ট্রিপল IP66/IP68/IP69 রেটিং, ফলে ডিভাইস দুটি জল ও ধুলো থেকে নিরাপদ থাকবে।
প্রসেসর ও ক্যামেরা
রেনো ১৪ স্মার্টফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট, আর প্রো মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর। দুটি ফোনেই ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে, যদিও আল্ট্রা ওয়াইড লেন্সে পার্থক্য রয়েছে (বেস মডেলে ৮ মেগাপিক্সেল, প্রো মডেলে ৫০ মেগাপিক্সেল)। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দুটি স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল Samsung JN5 সেন্সর।
ব্যাটারি ও চার্জিং
Reno 14 মডেলে পাওয়া যাবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, আর Pro মডেলে দেওয়া হয়েছে ৬,২০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।