৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Oppo Reno 14 Pro 5G এবং Reno 14 5G ভারতে লঞ্চ হল, দাম কত

অবশেষে আজ ভারতে লঞ্চ হল Oppo Reno 14 সিরিজ। এই সিরিজের অধীনে দুটি মডেল এসেছে – Reno 14 Pro 5G এবং Reno 14 5G। প্রথমে গত মে মাসে চীনে আত্মপ্রকাশ করে এই ফোনদুটি। যদিও এদের ভারতীয় ভ্যারিয়েন্টে অতিরিক্ত কিছু আকর্ষণীয় ফিচার আছে। ভারতে Oppo Reno 14 সিরিজের দাম শুরু হয়েছে ৩৭,৯৯৯ টাকা থেকে। এদের মুখ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ও AI ফিচার‌। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Reno 14 সিরিজের দাম ও কালার অপশন

ওপ্পো রেনো ১৪ প্রো এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। আবার এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৫৪,৯৯৯ টাকা। এটি পার্ল হোয়াইট ও টাইটেনিয়াম গ্রে কালার অপশনে পাওয়া যাবে।

অন্যদিকে ওপ্পো রেনো ১৪ মডেলের দাম শুরু হয়েছে ৩৭,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা ও ৪২,৯৯৯ টাকা। এটি এসেছে ফরেস্ট গ্রীন ও পার্ল হোয়াইট কালারে। ৮ জুলাই থেকে এই ডিভাইসগুলির বিক্রি শুরু হবে Oppo-এর অফিসিয়াল ওয়েবসাইট, অ্যামাজন ও অন্যান্য রিটেল স্টোর থেকে।

Oppo Reno 14 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ১৪ প্রো ডিভাইসে আছে ৬.৮৩-ইঞ্চি ১.৫কে LTPS OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১,২০০ নিটস। এই ডিসপ্লে গ্লাভস পরেও টাচ করে ব্যবহার করা যাবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৭আই। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট দ্বারা। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫.০.২ কাস্টম স্কিনে চলবে।

কোম্পানি এই স্মার্টফোনে AI ফিচারের দিকে জোর দিয়েছে- এআই আনব্লার, এআই রিকমপোস, এআই কল অ্যাসিস্ট্যান্ট, এবং গুগল জেমিনি-এর মতো স্মার্ট ফিচার এখানে পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Oppo Reno 14 Pro মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে আছে, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (৩.৫x অপটিক্যাল জুমসহ), এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট SuperVOOC চার্জিং ও ৫০ ওয়াট AirVOOC চার্জিং সাপোর্ট করে। এর অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে IP66, IP68 ও IP69 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার এবং eSIM সাপোর্ট।

প্রো মডেলের তুলনায় কোথায় আলাদা Oppo Reno 14

ওপ্পো রেনো ১৪ স্মার্টফোনে আছে ৬.৫৯ ইঞ্চি ছোট ডিসপ্লে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর পাওয়া যাবে। এদিকে ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি ৬,০০০ এমএএইচ। যদিও এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে না। আর এই ফোনে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরার বদলে ৮ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।