Oppo Reno 13 সিরিজ গত বছরের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল। শুনলে অবাক হবেন এটির উত্তরসূরী হিসেবে ইতিমধ্যেই Reno 14 সিরিজ বাজারে আনার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। Oppo Reno 14 Pro চলতি বছরের মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে এবং মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে ফ্ল্যাগশিপ-গ্রেড বৈশিষ্ট্য নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। সূত্রের দাবি, ফোনটিতে ক্যামেরা ফাংশনের জন্য একটি কুইক বোতাম থাকবে, যা অনেকটা অ্যাপলের ক্যামেরা কন্ট্রোল বাটনের মতো।
Oppo Reno 14 Pro সম্পর্কে কী কী জানা গেল
নিঃসন্দেহে এই ক্যামেরা কন্ট্রোল বাটন ডিভাইসটির মূল সেলিং পয়েন্ট হতে চলেছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ওপ্পো তাদের এই নতুন ফোনে 3D সিঙ্গেল-পয়েন্ট আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার ও আরও ইমার্সিভ ট্যাকটাইল ফিডব্যাকের জন্য 0809 হ্যাপটিক্স মোটর রাখতে পারে। সাথে IP68/69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং ও মেটাল মিড-ফ্রেমের মতো প্রিমিয়াম বৈশিষ্ট্য থাকতে চলেছে।
Oppo Reno 14 Pro তে 1.5K AMOLED ডিসপ্লে এবং শক্তিশালী MediaTek Dimensity 8350 প্রসেসর থাকবে বলেও জল্পনা শোনা যাচ্ছে। ক্যামেরার দিক থেকে, ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে পেরিস্কোপ টেলিফটোর জন্য Sony IMX882/ISOCELL JN5 সেন্সর ও মিড-ফোকাস শুটিংয়ের জন্য Samsung ISOCELL JN5 সেন্সর ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
Oppo Reno 14 Pro-এল অন্যতম আকর্ষণ হবে কুইক বাটন। এই ক্যাপাসিটিভ-স্টাইলের বাটন ফ্ল্যাগশিপ Find X8 সিরিজে প্রথম দেখা গিয়েছিল। এটি ক্যামেরা ফাংশনগুলি দ্রুত অ্যাক্সেসের জন্য ডিজাইন করা হয়েছে। আবার অন্যান্য ফিচার্স ব্যবহারের জন্য একটি শর্টকাট হিসাবেও কাজ করতে পারে। স্মার্টফোনটি চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে চীনে মুক্তি পেতে পারে।