Oppo আজ চীনে Reno 14-এর একটি নতুন কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যার নাম সান এন্ড মুনলাইট (Sun and Moonlight)। এই কালার ভ্যারিয়েন্টের পিছনের প্যানেল গরম বা ঠান্ডা আবহাওয়ায় রঙ পরিবর্তন করবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। প্রেস রিলিজে বলা হয়েছে, ঠান্ডায় ফোনটি লাইট অরেঞ্জ কালার ধারণ করবে, আবার গরমে রূপ নেবে গোল্ড কালারের। এদিকে তাপমাত্রা যদি -১৫ ডিগ্রির আশেপাশে থাকে, তাহলে Oppo Reno 14 ডিভাইসে দেখা যাবে সানলাইট অরেঞ্জ শেড। আর যখন তাপমাত্রা ৬০ ডিগ্রি ছাড়াবে, তখন এতে মুনলাইট সিলভার কালার দেখা যাবে।
ওপ্পো রেনো ১৪ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,০০০ টাকা)। এছাড়া এর আরও তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে – ১৬ জিবি র্যাম +২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম +৫১২ জিবি স্টোরেজ, যেগুলোর দাম যথাক্রমে ২,৯৯৯ ইউয়ান, ৩,০৯৯ ইউয়ান এবং ৩,২৯৯ ইউয়ান। ভারতীয় টাকায় যা দাঁড়ায় প্রায় ৩৫,২০০ থেকে ৩৯,০০০ টাকার মধ্যে। চীনে ১১ জুলাই থেকে এই নতুন কালার ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হবে।
ওপ্পো রেনো ১৪ এর সান এন্ড মুনলাইট কালার ভ্যারিয়েন্টের হার্ডওয়্যার বেস মডেলের মতোই, কোনো পরিবর্তন আনা হয়নি। এতে রয়েছে ৬.৫৯ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এরমধ্যে দুটি ৫০ মেগাপিক্সেল সেন্সর ও একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে Oppo Reno 14 ডিভাইসে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে। এতে আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ রেটিংসহ আছে।
চীনে এর আগে Oppo Reno 14 তিনটি কালার অপশনে পাওয়া যাচ্ছিল – লিলি পার্পেল, মারমেড ও রিফ ব্ল্যাক। এবার থেকে সান এন্ড মুনলাইট অপশন যোগ হল। তবে ভারতের বাজারে এখনও পর্যন্ত ডিভাইসটি ফরেস্ট গ্রীন ও পার্ল হোয়াইট কালারে এসেছে, যার দাম শুরু হয়েছে ৩৭,৯৯৯ টাকা থেকে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.