Oppo Reno 15 Pro Max ফোনে বড় চমক, থাকবে ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HP5 ক্যামেরা

চীনে লঞ্চের পর Oppo Reno 15 Pro Max আগামী বছরের শুরুতে ভারতের বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি অনলাইনে Oppo Reno সিরিজের এই ফোনটির মূল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশিত হয়েছে। আর এখন এক টিপস্টার আসন্ন ডিভাইসটির ডিসপ্লে এবং ক্যামেরা কনফিগারেশন সম্পর্কে আরও বিশদে জানিয়েছেন। জানা গেছে Oppo Reno 15 Pro Max মডেলে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। কোম্পানি এই হ্যান্ডসেটে Samsung এর ক্যামেরা সেন্সর ব্যবহার করতে পারে এবং এতে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ এলটিপিও ডিসপ্লে পাওয়া যাবে।
Oppo Reno 15 Pro Max এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো-এর একটি পোস্টে “আর১৫ সিরিজের সুপার কাপ” (চীনা ভাষা থেকে অনূদিত) স্মার্টফোনের মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছেন, যা আদতে Oppo Reno 15 Pro Max বলে মনে করা হচ্ছে। হ্যান্ডসেটটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করতে পারে, যার মধ্যে ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HP5 প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে।
এর পাশাপাশি, Oppo Reno 15 Pro Max ডিভাইসে ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL JN5 আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের Samsung ISOCELL JN5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা মিলতে পারে। এতে ১.৫কে রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির এলটিপিও ফ্ল্যাট ডিসপ্লে দেখা যেতে পারে। সাথে “অত্যন্ত সরু” বেজেল থাকবে বলে উল্লেখ করেছেন টিপস্টার। এতে ধাতব ফ্রেমও দেখা যেতে পারে। Oppo Reno 15 Pro Max ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে।
ডিসিএস দ্বারা প্রকাশিত এই স্পেসিফিকেশনগুলি সাম্প্রতিক একটি প্রতিবেদনে শেয়ার করা বিবরণের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে একই রকম ডিসপ্লে এবং ক্যামেরা ফিচার থাকবে বলে উল্লেখ করা হয়েছে। Oppo Reno 15 Pro Max ফোনের ওলেড (OLED) স্ক্রিনটি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে বলে অনুমান করা হচ্ছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট, ৬,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। মনে করা হচ্ছে যে এটি অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক কালারওএস ১৬ অপারেটিং সিস্টেমে চলবে।
সেলফি এবং ভিডিও কলের জন্য Oppo Reno 15 Pro Max মডেলের স্ক্রিনের ওপর ৫০ মেগাপিক্সে ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। ফোনটিতে কাস্টম লিউমো (LUMO) ক্যামেরা প্রযুক্তিও থাকবে বলে জানা গেছে। এছাড়া, Oppo Reno 15 Pro Max ডিভাইসের কানেক্টিভিটি অপশনে সামিল থাকবে ওয়াই-ফাই ৭ এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)। সিকিউরিটির জন্য এটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আসবে বলে জানা গেছে।
কবে লঞ্চ হবে
জানিয়ে রাখি, Oppo Reno 15 Pro Max এই বছরের শেষের দিকে চীনে লঞ্চ হবে। তারপর এটি ২০২৬ সালের প্রথম দিকে ভারতে আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। এদেশে ফোনটির দাম ৫৫,০০০ টাকার কাছাকাছি রাখা হবে বলে জানা গেছে।