গত কয়েক বছর ধরে Oppo তাদের Reno সিরিজের Pro মডেলগুলিতে ধারাবাহিকভাবে নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ সিরিজের প্রসেসর সহ নিয়ে আসছে। যেমন Oppo Reno 13 Pro মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপ ছিল, যেখানে Oppo Reno 14 Pro ফোনটি ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর সহ এসেছিল। আর এখন এক জনপ্রিয় টিপস্টার জানিয়েছেন যে, Oppo Reno 15 Pro ডিভাইসেও নতুন ডাইমেনসিটি ৮০০ সিরিজের প্রসেসর থাকবে।
টিপস্টার স্মার্ট পিকাচু তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন যে, কিছু স্মার্টফোন ব্র্যান্ড মিডিয়াটেকের আসন্ন ডাইমেনসিটি ৮৫০০ প্রসেসর ব্যবহার করে “অল-রাউন্ডার” ফোন তৈরিতে মনোনিবেশ করেছে। আবার কয়েকটি ব্র্যান্ড ২০০ মেগাপিক্সেল সেন্সর এবং এমনকি ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপগুলিতে একটি পেরিস্কোপ লেন্স সহ ক্যামেরা-কেন্দ্রিক ফোন তৈরির দিকে ঝুঁকছে। এছাড়া এমন ব্র্যান্ডও রয়েছে যারা অত্যন্ত দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য ডিজাইন করা ডিভাইসগুলি নিয়েও কাজ করছে, যেগুলি ১০,০০০ এমএএইচ পর্যন্ত ক্ষমতা প্রদান করবে বলে জানা গেছে।
রিপোর্ট থেকে জানা গেছে যে, Redmi, Honor এবং Realme ব্র্যান্ডগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ চালিত ফোনের ওপর কাজ করছে। এর মধ্যে যথাক্রমে Redmi Turbo 5, Honor Power 2 এবং Realme Neo 8 সিরিজের ফোন থাকবে। আবার এগুলির মধ্যে থাকা Honor Power 2 মডেলে ১০,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
টিপস্টার তার পোস্টে Oppo Reno 15 হ্যাশট্যাগ ব্যবহার করেছেন, যা ইঙ্গিত দেয় যে এই সিরিজে ডাইমেনসিটি ৮৫০০ চিপসেট চালিত ডিভাইস থাকবে। সম্ভবত, Reno 15 Pro / Pro+ মডেল দুটিতে এই মিডিয়াটেক চিপ থাকতে পারে। শোনা যাচ্ছে যে, Oppo Reno 15 সিরিজটি এবছরের নভেম্বরে চীনে আত্মপ্রকাশ করবে। অতএব মনে করা হচ্ছে যে Oppo Reno 15 Pro / Reno 15 Pro+ মডেলগুলি এই চিপসেটযুক্ত প্রথম ফোন হতে পারে।
Oppo Reno 15 সিরিজ সর্ম্পকে সাম্প্রতিক প্রতিবেদনগুলিতে উল্লেখ করা হয়েছে যে, আসন্ন লাইনআপে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে, যেগুলির ডিসপ্লে সাইজ ৬.৩ ইঞ্চি, ৬.৫৯ ইঞ্চি এবং ৬.৭৮ ইঞ্চি হবে। ৬.৩ ইঞ্চির মডেলটিতে ১.৫কে এলটিপিএস ওলেড ডিসপ্লে এবং একটি পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ৬.৫৯ ইঞ্চির মডেলটিতে ১.৫কে এলটিপিএস ওলেড স্ক্রিন, ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি৫ প্রাইমারি ক্যামেরা এবং একটি পেরিস্কোপ লেন্স থাকবে বলে জানা গেছে। আর, ৬.৭৮ ইঞ্চির মডেলটি ১.৫কে এলটিপিও ওলেড ডিসপ্লের সাথে আসবে, যার সাথে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি৫ প্রাইমারি সেন্সর এবং একটি পেরিস্কোপ ক্যামেরা যুক্ত থাকবে। এই মডেলগুলির মার্কেটিং নেম এখনও জানা যায়নি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.