ভারতে লঞ্চ হল Oppo Reno 15 Series 5G, চমক নতুন Pro Mini মডেলে

ভারতীয় স্মার্টফোন বাজারে বৃহস্পতিবার লঞ্চ হল Oppo Reno 15 Series 5G। ২০২৪ সালের Reno 14 সিরিজের উত্তরসূরি হিসেবে আসা এই সিরিজে মোট চারটি মডেল আছে – Oppo Reno 15 5G, 15 Pro 5G, 15 Pro Mini এবং Reno 15C। বিশেষ করে Pro Mini মডেলটি এই প্রথম ভারতে এল, আর সেটাই আপাতত সবচেয়ে বেশি নজর কেড়েছে। সিরিজের সমস্ত মডেলেই পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিন।

Oppo Reno 15 Series 5G এর দাম ও সেল ডেট

Oppo Reno 15 5G এর দাম শুরু হচ্ছে ৪৫,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ৪৮,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি মডেলের মূল্য ধার্য করা হয়েছে ৫৩,৯৯৯ টাকা।

এদিকে Reno 15 Pro 5G এর দাম শুরু হয়েছে ৬৭,৯৯৯ টাকা থেকে, আর Reno 15 Pro Mini 5G কেনা যাবে ৫৯,৯৯৯ টাকা থেকে। এই তিনটি ফোনই ১৩ জানুয়ারি থেকে সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। অন্যদিকে Reno 15C 5G ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে, যার দাম ৩৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।

চারটি মডেলই Flipkart, Amazon এবং Oppo India-র অফিসিয়াল অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে।

Oppo Reno 15 Pro ও Pro Mini-এর ডিসপ্লে ও পারফরম্যান্স

ওপ্পো রেনো ১৫ প্রো ডিভাইসে আছে ৬.৭৮ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১,৮০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। আর প্রো মিনি মডেলের স্ক্রিন কিছুটা ছোট, ৬.৩২ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড প্যানেল, তবে রিফ্রেশ রেট ও ব্রাইটনেস একই রাখা হয়েছে। দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট।

ক্যামেরা সেটআপ

Pro এবং Pro Mini উভয় স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সঙ্গে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স উপস্থিত। এই ক্যামেরায় ৩.৫এক্স অপটিক্যাল জুম ও ৪কে এইচডিআর ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ব্যাটারি, চার্জিং ও অন্যান্য ফিচার

Reno 15 Pro স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, Pro Mini মডেলে ৬,২০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। উভয় হ্যান্ডসেটে ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, আর Pro মডেলে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। এগুলি IP68 ও IP69 রেটিং সহ এসেছে

Reno 15 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্ট্যান্ডার্ড Reno 15 5G মডেলে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সামনে দেখা যাবে ৬.৫৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। রিয়ার ক্যামেরা সেটআপেও রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর ও ৩.৫এক্স টেলিফটো লেন্স। এর ব্যাটারি ক্যাপাসিটি ৬,৫০০ এমএএইচ, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।