আজ ভারতে লঞ্চ হচ্ছে Oppo Reno 15 Series 5G, দাম কত থাকবে

আজ দুপুরে ভারতীয় স্মার্টফোন বাজারে আত্মপ্রকাশ ঘটছে Oppo Reno 15 Series 5G এর। Reno 14 এর উত্তরসূরি হিসেবে এই সিরিজ নিয়ে ইতিমধ্যেই ফ্যানদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। লঞ্চের আগে যেসব তথ্য সামনে এসেছে, তাতে তাদের উত্তেজনা আরও বেড়েছে। এই সিরিজে ডিজাইন আর AI ফটোগ্রাফির ওপর জোর দিয়েছে Oppo। এই সিরিজের অধীনে তিনটি মডেল আসতে পারে – Reno 15, Reno 15 Pro এবং Reno 15 Pro Mini।
Oppo Reno 15 Series 5G এর লঞ্চের সময় ও কোথায় দেখবেন
Oppo Reno 15 Series 5G ভারতের বাজারে লঞ্চ হচ্ছে আজ দুপুর ১২টায়। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লঞ্চ ইভেন্ট লাইভস্ট্রিম করা হবে। এছাড়া কোম্পানির সোশ্যাল মিডিয়া পেজ থেকেও ইভেন্টের তথ্য শেয়ার করা হবে।
Oppo Reno 15 Series 5G এর ভারতে দাম কত হতে পারে
দামের বিষয়ে এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি। তবে ইন্ডাস্ট্রির রিপোর্ট বলছে, Oppo Reno 15 এর দাম ৫০ হাজার টাকার নিচে থাকতে পারে। আর Reno 15 Pro Mini এর মূল্য ধার্য করা হতে পারে ৪০ হাজার টাকার কম।
অন্যদিকে Reno 15 Pro এর দাম কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। তুলনার খাতিরে জানিয়ে রাখি, Reno 14 Pro এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা।
কালার অপশন ও উপলব্ধতা
কালার অপশনের কথা বললে, রেনো ১৫ প্রো আসবে কোকোয়া ব্রাউন ও সানসেট গোল্ড। আবার রেনো ১৫ প্রো মিনি মিলবে কোকোয়া ব্রাউন ও গ্লেসিয়ার হোয়াইট কালার অপশনে। আর স্ট্যান্ডার্ড Reno 15 পাওয়া যাবে গ্লেসিয়ার হোয়াইট, টুইলাইট হোয়াইট, অরোরা ব্লু ফিনিশে।
লঞ্চের পর ফোনগুলি Flipkart, Amazon এবং Oppo India অনলাইন স্টোর থেকে কেনা যাবে।
Oppo Reno 15 Series 5G এর ডিজাইন ও ফিচার
Reno 15 সিরিজের ক্যামেরা আইল্যান্ড নতুনভাবে ডিজাইন করা হয়েছে। দেখতে অনেকটা পুরনো আইফোন মডেলের মতো হবে। সব মডেলেই পাওয়া যাবে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, যা হাতে নিলে প্রিমিয়াম ফিল দেবে।
স্পেসিফিকেশনের কথা বললে, Reno 15 Pro মডেলে থাকতে পারে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, যার স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় ৯৫.৫ শতাংশ। Pro Mini ডিভাইসে মিলবে ৬.৩২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। যেখানে স্ট্যান্ডার্ড মডেলে থাকছে ৬.৫৯ ইঞ্চি অ্যামোলেড প্যানেল।
হ্যান্ডসেটগুলির স্ক্রিন প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস ভিক্টাস ২ থেকে শুরু করে গরিলা গ্লাস ব্যবহার করা হবে।
পারফরম্যান্সের জন্য Reno 15 Pro ও Pro Mini মডেলে দেওয়া হবে ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট। আবার Reno 15 আসতে পারে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসরের সাথে। সব ফোনই অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলবে।
এদিকে ফটোগ্রাফির জন্য Pro এবং Pro Mini মডেলে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। স্ট্যান্ডার্ড মডেলে ক্যামেরা লেন্স কিছুটা কম থাকলেও দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট বলেই মনে হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Reno 15 মডেলে থাকতে পারে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি। Pro মডেলগুলিতে যথাক্রমে ৬,২০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

