Oppo Reno 15 Series Camera: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ চলতি বছরে লঞ্চ হচ্ছে Oppo Reno 15 সিরিজ

ওপ্পো চীনের পর Reno 14 সিরিজ ফোনগুলি ধীরে ধীরে ভারত সহ বিভিন্ন মার্কেটে লঞ্চ করছে। যদিও এখনও সমস্ত মার্কেটে ডিভাইসগুলি এখনও এসে পৌঁছায়নি, এরই মধ্যে এই সিরিজের উত্তরসূরি Oppo Reno 15 কে ঘিরে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি রিপোর্ট থেকে সিরিজের বেস ও প্রো মডেলের লঞ্চের সময় ও ডিসপ্লে সাইজ সহ কিছু চমকপ্রদ তথ্য সামনে এসেছে। এই তথ্যগুলি ফাঁস করেছেন জনপ্রিয় টিপস্টার স্মার্ট পিকাচু। তার দাবি, চলতি বছরের নভেম্বরেই চীনে লঞ্চ হবে Oppo Reno 15 সিরিজ।

Oppo Reno 15 সিরিজের ফিচার ফাঁস

টিপস্টারের দাবি, ওপ্পো রেনো ১৫ ও রেনো ১৫ প্রো ফোন দুটি আসবে দুটি আলাদা স্ক্রিন সাইজে। এরমধ্যে প্রথম মডেলে থাকবে ৬.৩ ইঞ্চি ফ্ল্যাটডিসপ্লে, আর প্রো মডেলে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে। যারা বড় স্ক্রিনে কনটেন্ট দেখা কিংবা গেম খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের কথা মাথায় রেখেই প্রো ভার্সনটি আনা হবে। আর এই ডিভাইসগুলি স্লিম ও হালকা ডিজাইন অফার করবে।

ক্যামেরার ক্ষেত্রে বড় চমক দেখা যাবে ওপ্পো রেনো ১৫ স্মার্টফোনে। কারণ টিপস্টার বলেছেন, এতে থাকতে পারে ফ্ল্যাগশিপ গ্রেডের ক্যামেরা সেন্সর। আর এই মডেলে ছবির রঙ আরও। আরেকজন বিশ্বস্ত টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, রেনো ১৫ সিরিজে থাকতে পারে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

এছাড়া জানা গেছে, Oppo তাদের প্রিমিয়াম Find X8 সিরিজের কিছু ফ্ল্যাগশিপ ইমেজিং প্রযুক্তি Reno 15 সিরিজেও দিতে পারে। এই প্রযুক্তিগুলির মধ্যে থাকবে উন্নত ইমেজ সেন্সর, আরও নিখুঁত কালার টিউনিং ও শক্তিশালী টেলিফটো পারফরম্যান্স। আর এই সিরিজে থাকবে মেটাল মিডল ফ্রেম ও বড় ব্যাটারি, যার মধ্যে থাকবে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও।