ভারতে এল Oppo Reno 15c 5G, দুর্দান্ত ক্যামেরার সাথে পাবেন 80W চার্জিং

Oppo Reno 15 সিরিজের নতুন সদস্য হিসেবে ভারতে লঞ্চ হল Reno 15c 5G। এই ফোনের সাথে বাজারে এসেছে Reno 15 5G, Reno 15 Pro 5G আর Reno 15 Pro Mini 5G মডেলগুলি। কোম্পানির তরফে জানানো হয়েছে, স্ট্যান্ডার্ড ও প্রো মডেলগুলির এই মাসের শেষের দিক থেকে বিক্রি শুরু হবে, আর Reno 15c 5G পাওয়া যাবে ফেব্রুয়ারি থেকে। ডিভাইসটি Flipkart, Amazon এবং Oppo India -র অনলাইন স্টোর থেকে কেনা যাবে। এটি আফটারগ্লো পিঙ্ক এবং টিউলাইট ব্লু কালার অপশনে এসেছে।
Oppo Reno 15c 5G এর দাম কত রাখা হল
দামের কথা বললে Oppo Reno 15c 5G এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩৭,৯৯৯ টাকা।
Oppo Reno 15c 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো রেনো ১৫সি ৫জি ফোনে আছে ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৬০০ নিটস ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলে।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য এই মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সামনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সামনে ও পিছন দুই ক্যামেরায় ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
ব্যাটারি, চার্জিং ও সুরক্ষা
Oppo Reno 15c 5G স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ডিভাইসটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ এসেছে। তাই জল বা ধুলো থেকে ভয় পাওয়ার কিছু নেই।

