8000 টাকার কমে 5G মোবাইল ফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে ফাটাফাটি ফিচার

আপনি যদি কম বাজেটের কারণে 4G স্মার্টফোন কিনবেন বলে মনস্থির করে থাকেন তাহলে আপনার আপনার ভাবনা বদলান। কারণ এই ফোনগুলিতে আপনি এয়ারটেল এবং জিওর আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন না। আর এখন খম দামেও জবরদস্ত ফিচারের 5G ডিভাইসের পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনে আমরা পোকোর একটি 5G স্মার্টফোনের কথা বলবো, যেটি 8000 টাকারও কম দামে কেনা যাবে। এই হ্যান্ডসেটের নাম Poco M6 5G।

এই ফোনে হাই-রিফ্রেশ রেটেথ ডিসপ্লে ছাড়াও 50MP প্রাইমারি ক্যামেরা সেটআপ উপস্থিত। আবার এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর এবং 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটি স্মুথ সফটওয়্যার এক্সপেরিয়েন্স দেয় এবং এতে ফাস্ট চার্জিংয়ের সুবিধাও রয়েছে।

Poco M6 5G

পোকো M6 5G এর 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে 8,499 টাকায় তালিকাভুক্ত আছে। তবে যে কোনো ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে 500 টাকা ছাড় দেওয়া হচ্ছে, যারপর এটি মাত্র 7,999 টাকায় কেনা যাবে। আবার কম্বো অফারে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে।

ক্রেতারা যদি পুরানো ফোন এক্সচেঞ্জ করেন তবে তারা সর্বাধিক 5,700 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন, যার মূল্য পুরানো ফোনের মডেল এবং এর অবস্থার উপর নির্ভর করবে। ডিভাইসটি গ্যালাকটিক ব্ল্যাক, ওরিয়ন ব্লু এবং পোলারিস গ্রিন কালারে এসেছে।

Poco M6 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো M6 5G ডিভাইসে 90Hz রিফ্রেশ রেট এবং 600 নিটস পিক ব্রাইটনেস সহ 6.74-ইঞ্চি IPS LCD ডিসপ্লে আছে। এর ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক এমআইইউআই 14 সফ্টওয়্যার স্কিনে চলে।

পারফরম্যান্সের জন্য পোকো M6 5G মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।