ভারতে লঞ্চ হল নতুন 4G বাজেট স্মার্টফোন Poco C71। এর দাম শুরু হয়েছে ৬,৪৯৯ টাকা থেকে। এয়ারটেল গ্রাহকরা আরও কমে এটি কিনতে পারবেন। এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম এবং ৫২০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে আইপি৫২ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। আসুন Poco C71 এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
পোকো সি৭১ এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৪৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৭,৪৯৯ টাকা। এটি গোল্ড, ব্লু ও ব্ল্যাক কালার অপশনে আসবে। এয়ারটেল গ্রাহকরা সীমিত সময়ের জন্য এটি ৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। আগামী ৮ এপ্রিল দুপুর ১২টায় Flipkart থেকে এর সেল শুরু হবে।
পোকো সি৭১ ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, যা এইচডি প্লাস রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৫০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লে টিইউভি রেইনল্যান্ড ট্রিপল আই প্রোটেকশন সাপোর্ট করবে। এতে আইপি৫২ রেটিং বিল্ড কোয়ালিটি উপস্থিত। পারফরম্যান্সের জন্য পোকো সি৭১ স্মার্টফোনে ইউনিসক টি৭২৫০ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত ফিজিক্যাল র্যাম ও ৬ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Poco C71 ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। আর সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেম উপস্থিত।
এর অন্যান্য ফিচারের মধ্যে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট, ডুয়েল ব্যান্ড ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.