১৬ জিবি RAM সহ অতি সস্তায় আসছে Poco C85 5G, থাকবে এই বিশেষ প্রসেসর

Poco C85 5G আর মাত্র কয়েকদিনের মধ্যেই ভারতে লঞ্চ হতে চলেছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে ফোনটি ভারতে ৯ ডিসেম্বর দুপুর ১২টায় লঞ্চ হবে। ডিভাইসটির জন্য ইতিমধ্যেই Flipkart-এ ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে একের ফর এক হ্যান্ডসেটটির ফিচার প্রকাশ করা হচ্ছে। সম্প্রতি, কোম্পানি Poco C85 5G এর ডিসপ্লে স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আজ আবার এর প্রসেসর এবং RAM সম্পর্কে জানানো হয়েছে। আসুন আসন্ন Poco স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Poco C85 5G এর RAM এবং প্রসেসর
ফ্লিপকার্টের মাইক্রোসাইটে কোম্পানি নিশ্চিত করেছে যে আসন্ন Poco C85 5G ডিভাইসে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ২০ শতাংশ দ্রুত ডাউনলোড স্পিড এবং ১০ শতাংশ দ্রুত গেমিং স্পিড অফার করবে। আবার এই হ্যান্ডসেটে ১৬ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে, যার মধ্যে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম থাকবে।
POCO C85 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
মাইক্রোসাইটের মাধ্যমে, কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে আসন্ন পোকো সি৮৫ ৫জি স্মার্টফোনে থাকবে বিশাল বড় ৬.৯ ইঞ্চি ডিসপ্লে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৮১০ নিট ব্রাইটনেস এবং এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট করবে। কোম্পানি আরও জানিয়েছে এর ডিসপ্লেতে বেশ কয়েকটি TUV সার্টিফিকেশন থাকবে, যার মধ্যে লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি এবং সার্কাডিয়ান সামিল থাঅবে। আর আরও ভালো আউটডোর লিসেনিংয়ের জন্য এতে পাওয়া যাবে ২০০% সুপার ভলিউম মোড।
সম্প্রতি, কোম্পানি আরও নিশ্চিত করেছে যে Poco C85 5G ডুয়েল-টোন ফিনিশ সহ আসবে এবং এটি মিস্টিক পার্পল, স্প্রিং গ্রিন এবং পাওয়ার ব্ল্যাক রঙে পাওয়া যাবে। আর ফোনটির সামনে ওয়াটারড্রপ-স্টাইলের নচ ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা মিলবে।
এর আগে জানা গিয়েছে যে, ৭.৯৯ মিমি আল্ট্রা-স্লিম প্রোফাইল সহ আসতে চলা Poco C85 5G স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২৯ ঘন্টারও বেশি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ১৬ ঘন্টারও বেশি ইনস্টাগ্রাম রিল স্ক্রলিং, ১০৬ ঘন্টারও বেশি মিউজিক প্লেব্যাক এবং ২৩ ঘন্টারও বেশি হোয়াটসঅ্যাপ মেসেজিং অফার করবে বলে দাবি করা হচ্ছে। ডিভাইসটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং দ্রুত সাপোর্ট করবে, যা প্রায় ২৮ মিনিটের মধ্যে এর ব্যাটারি ১% থেকে ৫০% পর্যন্ত চার্জ করে দেবে। এতে ১০ ওয়াট রিভার্স চার্জিংও সাপোর্ট করবে।
